আকাশ জাতীয় ডেস্ক:
পঞ্চগড়ের নতুন করে আরও দুজনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে পঞ্চগড় জেলায় ১৩ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছে। রোববার (১০ মে) রাত পৌনে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় সিভিল সার্জন ডা: ফজলুর রহমান। তবে করোনা আক্রান্তদের মধ্যে দুজন করোনাকে জয় করে সুস্থ্য হয়েছেন। ১১ জনকে বর্তমানে আইসোলশনে রাখা হয়েছে।
পঞ্চগড়ে কারাগারে থাকা হাজতি আসামি আক্তারুল হক (২৫) করোনা আক্রান্ত হয়েছে বলে জানায় পঞ্চগড় জেলা কারাগার এর জেলার মো: শফিকুল আলম। একই সাথে তিনি জানায় পঞ্চগড় জেলা কারাগারে থাকা একজন করোনায় আক্রান্তের পর গত ৭ মে ঐ হাজতি সহ ৫৫ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। আজ আক্তারুল হক এর করোনা পজেটিভ ফলাফল আসে। তবে আক্তারুল হককে আলাদা সেলে রাখা হয়েছে এবং তিনি সুস্থ্য আছেন।
এদিকে জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নে উত্তম কুমার (৩১) নামে একজনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। দেবীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার প্রত্যয় হাসান জানায় গত ৬ মে পূরান ঢাকার ইস্কন মন্দির হতে পালিয়ে পামুলি ইউনিয়নের তিন নম্বার ওয়ার্ডের খোচাবাড়ি গ্রামে আসে উত্তম কুমার। এরপর ৭ মে তার নমুনা সংগ্রহ করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ।
আজ রাতেই আনুষ্ঠানিকভাবে তার বাড়ি ও আশে পাশের এলাকা লকডাউন করা হবে। রোববার রাতে ঐ যুবকের করোনা পজেটিভ ফলাফল আসে। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকতা জানায় উত্তম কুমার এর শরীরে করোনা সনাক্ত হলেও তিনি সুস্থ্য আছেন। এর আগে তার শরীরে জ্বর ও সর্দি উপসর্গ ছিল। এর আগে উত্তম কুমারকে তার নিজ বাড়িতে কোয়ারেন্টাইন নিশ্চিত করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ।