ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত আ.লীগ নেতারা ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন আমরা ছাত্র-জনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই : ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা সম্পূর্ণরূপে জনগণের সিদ্ধান্ত: মির্জা ফখরুল ফ্যাসিস্টদের মতো কারও কথা বলার অধিকার হরণ করা হবে না : প্রেস সচিব আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা তৈরির পরিবর্তে চাকরিপ্রার্থী তৈরি করে : ড. মুহাম্মদ ইউনূস সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-সিটি কলেজর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ রাজধানীর দয়াগঞ্জে অটোরিকশা চালকদের বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে ৩৫ আন্দোলন থেকে সরে গেলেন আহ্বায়ক শুভ গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো ৮ কর্মকর্তাকে

নাদালের অষ্টম শিরোপা জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

গতবারের চ্যাম্পিয়ন আলেক্সান্দার জভেরেভের কঠিন আক্রমণ সামাল দিয়ে ইতালিয়ান ওপেনে রেকর্ড অষ্টম শিরোপা হাতে নিলেন রাফায়েল নাদাল।

রোববারের ফাইনালে অনায়াসে প্রথম সেট জেতেন নাদাল। কিন্তু পরের ১১ গেমের ৯টি জিতে ঘুরে দাঁড়ান জভেরেভ এবং দ্বিতীয় সেট জিতে নেন ৬-১ এ। শিরোপা নির্ধারণী সেটেও ৩-২ ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি।

বৃষ্টিতে দুইবার স্থগিত হওয়া ম্যাচে এরপর ঘুরে দাঁড়ান নাদাল এবং ৬-১, ১-৬, ৬-৩ গেমে হন চ্যাম্পিয়ন। এই জয়ে আবার র‌্যাংকিংয়ের এক নম্বরে বসলেন নাদাল।

আগামী রোববার শীর্ষে থেকে ফ্রেঞ্চ ওপেনে লড়বেন স্প্যানিশ তারকা। গত সপ্তাহে মাদ্রিদ মাস্টার্সে ডোমিনিক থিয়েমের কাছে হারের পর নাদাল শীর্ষস্থান হারান রজার ফেদেরারের কাছে।

ক্লে কোর্টের এই মৌসুমে ওটাই ছিল তার একমাত্র হার। প্যারিসে ১১তম ফরাসি ওপেন শিরোপার জন্য প্রস্তুতিটা দারুণ হলো নাদালের। এনিয়ে ক্লে কোর্টে চারটি প্রতিযোগিতায় তিনটিতে চ্যাম্পিয়ন হলেন তিনি।

এটা ছিল নাদালের ৭৮তম শিরোপা। উন্মুক্ত যুগে পুরুষ এককে সবচেয়ে বেশি শিরোপা জয়ের তালিকায় তিনি জন ম্যাকএনরোকে পেছনে ফেলে চার নম্বরে জায়গা করে নিলেন।

তাছাড়া রোমে সবচেয়ে বেশি শিরোপা জয়ের সংখ্যাটা আরও বাড়িয়ে নিলেন নাদাল। চারটি শিরোপা জিতে তার পরে আছেন নোভাক জোকোভিচ।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে হারিয়ে শেষটা রাঙাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

নাদালের অষ্টম শিরোপা জয়

আপডেট সময় ০৯:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

গতবারের চ্যাম্পিয়ন আলেক্সান্দার জভেরেভের কঠিন আক্রমণ সামাল দিয়ে ইতালিয়ান ওপেনে রেকর্ড অষ্টম শিরোপা হাতে নিলেন রাফায়েল নাদাল।

রোববারের ফাইনালে অনায়াসে প্রথম সেট জেতেন নাদাল। কিন্তু পরের ১১ গেমের ৯টি জিতে ঘুরে দাঁড়ান জভেরেভ এবং দ্বিতীয় সেট জিতে নেন ৬-১ এ। শিরোপা নির্ধারণী সেটেও ৩-২ ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি।

বৃষ্টিতে দুইবার স্থগিত হওয়া ম্যাচে এরপর ঘুরে দাঁড়ান নাদাল এবং ৬-১, ১-৬, ৬-৩ গেমে হন চ্যাম্পিয়ন। এই জয়ে আবার র‌্যাংকিংয়ের এক নম্বরে বসলেন নাদাল।

আগামী রোববার শীর্ষে থেকে ফ্রেঞ্চ ওপেনে লড়বেন স্প্যানিশ তারকা। গত সপ্তাহে মাদ্রিদ মাস্টার্সে ডোমিনিক থিয়েমের কাছে হারের পর নাদাল শীর্ষস্থান হারান রজার ফেদেরারের কাছে।

ক্লে কোর্টের এই মৌসুমে ওটাই ছিল তার একমাত্র হার। প্যারিসে ১১তম ফরাসি ওপেন শিরোপার জন্য প্রস্তুতিটা দারুণ হলো নাদালের। এনিয়ে ক্লে কোর্টে চারটি প্রতিযোগিতায় তিনটিতে চ্যাম্পিয়ন হলেন তিনি।

এটা ছিল নাদালের ৭৮তম শিরোপা। উন্মুক্ত যুগে পুরুষ এককে সবচেয়ে বেশি শিরোপা জয়ের তালিকায় তিনি জন ম্যাকএনরোকে পেছনে ফেলে চার নম্বরে জায়গা করে নিলেন।

তাছাড়া রোমে সবচেয়ে বেশি শিরোপা জয়ের সংখ্যাটা আরও বাড়িয়ে নিলেন নাদাল। চারটি শিরোপা জিতে তার পরে আছেন নোভাক জোকোভিচ।