ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত আ.লীগ নেতারা ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন আমরা ছাত্র-জনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই : ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা সম্পূর্ণরূপে জনগণের সিদ্ধান্ত: মির্জা ফখরুল ফ্যাসিস্টদের মতো কারও কথা বলার অধিকার হরণ করা হবে না : প্রেস সচিব আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা তৈরির পরিবর্তে চাকরিপ্রার্থী তৈরি করে : ড. মুহাম্মদ ইউনূস সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-সিটি কলেজর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ রাজধানীর দয়াগঞ্জে অটোরিকশা চালকদের বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে ৩৫ আন্দোলন থেকে সরে গেলেন আহ্বায়ক শুভ গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো ৮ কর্মকর্তাকে

শিরোপা জিতেই শীর্ষস্থান ধরে রাখলেন নাদাল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্লে কোর্টে আরও একবার অপ্রতিরোধ্য রাফায়েল নাদাল। ।কি নিশিকোরিকে হারিয়ে মন্টি কার্লো মাস্টার্সের শিরোপা জিতলেন তিনি। এ নিয়ে টেনিসের ‘উন্মুক্ত’ যুগে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্টে ১১বার শিরোপা জিতলেন স্প্যানিশ এ মহাতারকা।

নিশিকোরির সামনে ছিল ক্যারিয়ারে প্রথম মাস্টার্স শিরোপা জেতার হাতছানি। শুরুটাও আশা জাগানিয়া ছিল তার। তবে আশার প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেননি তিনি। শেষ পর্যন্ত নাদালের কাছে ৬-৩, ৬-২ সেটে হেরে যান জাপানি টেনিস সেনসেশন।

এ জয়ে সুইস কিংবদন্তি রজার ফেদেরারকে পেছনে ফেলে বিশ্ব র‌্যাংকিংয়ে প্রথম স্থান নিজের দখলে রাখলেন নাদাল। এদিন আরও একটি কীর্তি গড়েছেন তিনি। ক্যারিয়ারে এটি তার ৩১তম মাস্টার্স শিরোপা। এ নিয়ে নোভাক জকোভিচকে টপকে গেছেন এ টেনিস কিংবদন্তি।

সব মিলিয়ে নাদালের এটি ৭৬তম এটিপি ট্যুর শিরোপা। ১৬টি গ্র্যান্ডস্লামজয়ী তারকা বলেন, এ খেলাটির সঙ্গে আমার রয়েছে নাড়ির সম্পর্ক, আত্মার বন্ধন। আমি জানি, প্রিয় খেলাটিকে বিদায় জানানোর একেবারে কাছে চলে এসেছি। তবে এ নিয়ে উদ্বিগ্ন নই। কারণ এটাই বাস্তবতা।

চোটের কারণে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেননি নাদাল। চোট কাটিয়ে ফিরে দুরন্ত ছন্দে আছেন তিনি। গেল ৭ ম্যাচে কোনো সেট হারেননি। এবার তার চোখ পরের সপ্তাহের বার্সেলোনা ওপেনে। সেখানে ক্লে কোর্টের সম্রাট কেমন করেন তাই দেখার।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে হারিয়ে শেষটা রাঙাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

শিরোপা জিতেই শীর্ষস্থান ধরে রাখলেন নাদাল

আপডেট সময় ১০:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্লে কোর্টে আরও একবার অপ্রতিরোধ্য রাফায়েল নাদাল। ।কি নিশিকোরিকে হারিয়ে মন্টি কার্লো মাস্টার্সের শিরোপা জিতলেন তিনি। এ নিয়ে টেনিসের ‘উন্মুক্ত’ যুগে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্টে ১১বার শিরোপা জিতলেন স্প্যানিশ এ মহাতারকা।

নিশিকোরির সামনে ছিল ক্যারিয়ারে প্রথম মাস্টার্স শিরোপা জেতার হাতছানি। শুরুটাও আশা জাগানিয়া ছিল তার। তবে আশার প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেননি তিনি। শেষ পর্যন্ত নাদালের কাছে ৬-৩, ৬-২ সেটে হেরে যান জাপানি টেনিস সেনসেশন।

এ জয়ে সুইস কিংবদন্তি রজার ফেদেরারকে পেছনে ফেলে বিশ্ব র‌্যাংকিংয়ে প্রথম স্থান নিজের দখলে রাখলেন নাদাল। এদিন আরও একটি কীর্তি গড়েছেন তিনি। ক্যারিয়ারে এটি তার ৩১তম মাস্টার্স শিরোপা। এ নিয়ে নোভাক জকোভিচকে টপকে গেছেন এ টেনিস কিংবদন্তি।

সব মিলিয়ে নাদালের এটি ৭৬তম এটিপি ট্যুর শিরোপা। ১৬টি গ্র্যান্ডস্লামজয়ী তারকা বলেন, এ খেলাটির সঙ্গে আমার রয়েছে নাড়ির সম্পর্ক, আত্মার বন্ধন। আমি জানি, প্রিয় খেলাটিকে বিদায় জানানোর একেবারে কাছে চলে এসেছি। তবে এ নিয়ে উদ্বিগ্ন নই। কারণ এটাই বাস্তবতা।

চোটের কারণে বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেননি নাদাল। চোট কাটিয়ে ফিরে দুরন্ত ছন্দে আছেন তিনি। গেল ৭ ম্যাচে কোনো সেট হারেননি। এবার তার চোখ পরের সপ্তাহের বার্সেলোনা ওপেনে। সেখানে ক্লে কোর্টের সম্রাট কেমন করেন তাই দেখার।