অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
অস্ট্রেলিয়ার ব্রিজবেন শহরের একটি বাসায় ‘বিস্ফোরণের’ পর আগুনে পুড়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর বিবিসি।
কুইন্সল্যান্ডের পুলিশ পরিদর্শক ড্যান ব্রাগ জানিয়েছেন, বড় ধরনের একটি বিস্ফোরণের শব্দ শোনার পর প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। ঘটনার তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাটিকে সন্দেহের চোখে দেখছে।
ব্রাগ আরও জানান, বিস্ফোরণের আগে ওই বাসা থেকে চিৎকার শোনার কথা জানিয়েছেন প্রতিবেশীরা।
তবে কোথা থেকে ওই চিৎকারগুলো এসেছে তা নির্ধারণ করা যায়নি। এ বিষয়ে তদন্ত করে শিগগিরই ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
প্রতিবেশীদের সরিয়ে নেয়ার পর দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।