অাকাশ জাতীয় ডেস্ক:
নওগাঁর পত্নীতলায় ছয় পা বিশিষ্ট একটি বকনা বাছুরের জন্ম হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যা এক নজর দেখার জন্য প্রতিদিন শত শত উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার পাটিচরা ইউনিয়নের আমবাটি গ্রামের মতিয়ার রহমানের ছেলে গোলাম রাব্বানী (২৮) একটি লাল রঙের গাভী পালন করে আসছেন। ওই গাভীর লাল রঙের বাছুর জন্মগ্রহণ করে। যা ৬পা বিশিষ্ট। বাছুরটির স্বাভাবিক চার পা থাকার পরেও লেজের গোড়ার অংশ বিশেষ হতে একটি ও তল পেটের দিকে আরেকটি পা বাকা হয়ে ঝুলে রয়েছে।
তবে, ওই দুই পা মাটিতে ভর দিয়ে চলাচলের উপযোগী নয়। কারণ, পা দুইটি মাটিতে ঠেকতে প্রায় তিন ইঞ্চি ঝুলন্ত রয়েছে। অর্থৎ এ দুইটি পা অকেজো। জন্মের পর বাছুরটির পায়খানা পথ বন্ধ থাকায় পরে পশু হাসপাতালের চিকিৎসা ও সার্জারির মাধ্যমে সুস্থ হয়।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ দফতরের ভিএস ডা. আমিনুল ইসলাম জানান, ওই ৬ পা বিশিষ্ট বাছুরটির পায়খানা পথ বন্ধ ছিল। সফলভাবে অস্ত্রপাচারের পর এখন বর্তমানে স্বাভাবিক হয়েছে। সেইসঙ্গে বাছুরটি সুস্থ ও ঝুঁকিমুক্ত রয়েছে।