অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নৌবাহিনীর একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পর থেকে ওই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ আছে। নৌবাহিনীর ওই বিমানটির নাম ‘ড্রউন ২১৪’। দুই বছর ধরে নৌবাহিনী বিমানটি ব্যবহার করছে।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির জানান, বিমানটি অবতরণের সময় এর চাকা রানওয়ে থেকে ছিটকে পড়ে। ওই চাকা পড়ে যায় রানওয়ের পাশে পানিতে। বিকেল ৫টা ৪৭ মিনিট থেকেই বিমানবন্দরে অন্য সব বিমানের ওঠানামা বন্ধ রাখা হয়েছে।
রিয়াজুল কবির জানান, বিমানটি উদ্ধার করার জন্য কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হলেই রানওয়ের কার্যক্রম চালু হবে।