ঢাকা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতার ছবিতে শম্পা

অাকাশ বিনোদন ডেস্ক:

সুপার হিরো সুপার হিরোইনখ্যাত অভিনেত্রী শম্পা এবার নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। তবে দেশীয় নয়। কলকাতার ছবিতে প্রথমবার কাজ করতে যাচ্ছেন বলে গতকাল মানবজমিনকে জানিয়েছেন তিনি। ছবির নাম ‘চিরদিনের, এক অন্য প্রেমের গল্প’।

এ ছবিটি নিয়ে শম্পা বলেন, বেশ কিছুদিন ধরে এ ছবিটি নিয়ে কথা চলছিল। এ ছবির কাহিনী ও চিত্রনাট্য অম্লান মজুমদার। মূলত অম্লানদা আমার সঙ্গে এ ছবির জন্য যোগাযোগ করেন। ছবিটি পরিচালনা করবেন রঞ্জন চৌধুরী। কলকাতার শান্তি নিকেতনে ১৭ই আগস্ট থেকে এ ছবির কাজ শুরু হবে। এটা সম্পূর্ণ কলকাতার একটি ছবি। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন নায়ক উত্তম কুমারের নাত জামাই ভাস্বর চট্টোপাধ্যায়। এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ‘চিরদিনের, এক অন্য প্রেমের গল্প’ ছবির সংগীত পরিচালনা করবেন সান্তনু ভট্টাচারিয়া।

শাহিদ ইমামের প্রযোজনায় এ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন বিশ্বজিৎ চক্রবর্তী, শুভাশীষ মুখার্জি, শিলা মজুমদারসহ আরো অনেকে। উল্লেখ্য, এনটিভির সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় শম্পার যাত্রা শুরু। তার মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘মাটির পিঞ্জিরা’, ‘মনের মধ্যে লেখা’, ‘লাভ ইউ প্রিয়া’ ও ‘গ্যাংস্টার রিটার্নস’। এছাড়া শম্পা তাজু কামরুলের পরিচালনায় ‘শ্রাবণ তোমাকে’ নামে নতুন একটি ছবিতেও কয়েকদিন আগে কাজ করেছেন। এ ছবিতে ইমনের বিপরীতে কাজ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুব এশিয়া কাপ জয়ীদের মোটা অঙ্কের অর্থ পুরস্কার দেবে বিসিবি

কলকাতার ছবিতে শম্পা

আপডেট সময় ১২:৫৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

সুপার হিরো সুপার হিরোইনখ্যাত অভিনেত্রী শম্পা এবার নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। তবে দেশীয় নয়। কলকাতার ছবিতে প্রথমবার কাজ করতে যাচ্ছেন বলে গতকাল মানবজমিনকে জানিয়েছেন তিনি। ছবির নাম ‘চিরদিনের, এক অন্য প্রেমের গল্প’।

এ ছবিটি নিয়ে শম্পা বলেন, বেশ কিছুদিন ধরে এ ছবিটি নিয়ে কথা চলছিল। এ ছবির কাহিনী ও চিত্রনাট্য অম্লান মজুমদার। মূলত অম্লানদা আমার সঙ্গে এ ছবির জন্য যোগাযোগ করেন। ছবিটি পরিচালনা করবেন রঞ্জন চৌধুরী। কলকাতার শান্তি নিকেতনে ১৭ই আগস্ট থেকে এ ছবির কাজ শুরু হবে। এটা সম্পূর্ণ কলকাতার একটি ছবি। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করবেন নায়ক উত্তম কুমারের নাত জামাই ভাস্বর চট্টোপাধ্যায়। এ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। ‘চিরদিনের, এক অন্য প্রেমের গল্প’ ছবির সংগীত পরিচালনা করবেন সান্তনু ভট্টাচারিয়া।

শাহিদ ইমামের প্রযোজনায় এ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন বিশ্বজিৎ চক্রবর্তী, শুভাশীষ মুখার্জি, শিলা মজুমদারসহ আরো অনেকে। উল্লেখ্য, এনটিভির সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় শম্পার যাত্রা শুরু। তার মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘মাটির পিঞ্জিরা’, ‘মনের মধ্যে লেখা’, ‘লাভ ইউ প্রিয়া’ ও ‘গ্যাংস্টার রিটার্নস’। এছাড়া শম্পা তাজু কামরুলের পরিচালনায় ‘শ্রাবণ তোমাকে’ নামে নতুন একটি ছবিতেও কয়েকদিন আগে কাজ করেছেন। এ ছবিতে ইমনের বিপরীতে কাজ করেন তিনি।