অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কাতার সংকট ক্রমশ বেড়েই চলেছে। এরই মধ্যে সৌদি জোট জঙ্গিবাদে অর্থায়ন এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবার সেই নিষেধাজ্ঞার মাত্রা আরো বাড়াতে যাচ্ছে আরব দেশগুলো।
রোববার সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা বাহরাইনের রাজধানী মানামায় বসে কাতারের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়ানোর ব্যাপারে আলোচনা করবেন। জানা গেছে এবার চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এমনভাবে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন যা কাতারের অর্থনীতিতে প্রভাব ফেলবে।
পরদিকে, বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএনএ জানিয়েছে, শনিবার দেশটির বাদশা হামাদ বিন ইসা আল-খলিফা সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান চার আরব দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেছেন।