অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জাদু করে মানুষকে ছাগল বানিয়ে ফেলার অভিযোগে গ্রামের সবাই মিলে গণধোলাই দিলো এক ব্যক্তিকে। পুলিশের উপস্থিতিতে কোন রকমে প্রাণে বেঁচে যান কথিত ওই জাদুকর। এ ঘটনা ঘটেছে দক্ষিণ নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট শহরে।
স্থানীয় সংবাদমাধ্যেম দি পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, ৩৬ বছরের একজন লোকের পিছনে পিছনে একটি ছাগল অনুসরণ করছিলো। কোনোভাবেই ছাগলটিকে নিজের পিছন থেকে সরাতে পারছিলেন না ওই লোক। তখন এলাকার লোকজন সন্দেহ করলো, এটা ছাগল হতে পারে না! নিশ্চয়ই কোনো মানুষকে জাদু করে ছাগল বানিয়ে ফেলেছে লোকটি। না হলে তার পেছন ছাড়বে না কেন?
এরপর এলাকাবাসী জড়ো হয়ে শুরু করে গণধোলাই। জ্ঞান হারানোর আগ পর্যন্ত চলতে থাকে। শেষ পর্যন্ত পুলিশ এসে উদ্ধার করলে প্রাণে বেঁচে যান ‘ছাগল বশে আনার অপরাধ করা’ ব্যক্তিটি!
পুলিশের জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী বলেন, আমি পায়চারি করছিলাম। হঠাৎ দেখি ছাগলটি আমার পেছন পেছন অনুসরণ করছে। তখন কিছু বিস্কুট কিনে তাকে দেই। এরপরও পিছু ছাড়ছিলো না। মানুষ মনে করেছে আমি মানুষকে ছাগল বানিয়ে পেছন পেছন ঘুরাচ্ছি। আশ্চর্য, এটা কিভাবে সম্ভব!
এ ঘটনায় ছাগল, ভুক্তভোগী ব্যক্তি ও বিক্ষুব্ধ দুইজনকে আটক করেছে দেশটির পুলিশ।