অাকাশ জাতীয় ডেস্ক:
সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও প্রয়াত মেয়র আনিসুল হকের বাবা শরীফুল হকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে শরীফুল হকের মৃত্যুর পর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
বার্ধক্যজনিত অসুস্থতায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে মারা যান ৯৬ বছর বয়সী শরীফুল হক।
মরহুম শরীফুল হক ১৯২২ সালের ১৪ জুলাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কবিরহাটের বাসিন্দা ছিলেন। পেশাগত জীবনে তিনি আনসার বাহিনীর কর্মকর্তা ছিলেন।