ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তারেক পলাতক ও নির্বাসন জীবন যাপন করছেন: মতিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান ক্ষমতার অপব্যবহার ও জনগণের সম্পদ লুটপাট করে খেয়ে এখন স্বেচ্ছায় পলাতক ও নির্বাসন জীবন যাপন করছেন। কৃষিমন্ত্রী আজ শুক্রবার সকালে নকলা উপজেলা পরিষদ চত্বরে মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন, বেঞ্চ এবং বিভিন্ন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্যদান কালে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, পারিবারিক, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার বলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সন্তানেরা বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকীর নাম উল্লেখ করে বলেন, তারা আজ বিশ্ব জয়ী। অপর পক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ধর্মের নামে বেশরীয়তি কাজ করে মদ জুয়া ও নৃত্যকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিলেন।

কৃষিমন্ত্রী আরো বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দক্ষ মানব সম্পদের বিশেষ প্রয়োজন। কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, নকলা নালিতাবাড়ীতে ইতি মধ্যেই দুটি সরকারী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়েছে এবং আরো দুটি সরকারী কারিগরি প্রতিষ্ঠান স্থাপনের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, খামার বাড়ি শেরপুরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক পলাতক ও নির্বাসন জীবন যাপন করছেন: মতিয়া

আপডেট সময় ১২:১৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান ক্ষমতার অপব্যবহার ও জনগণের সম্পদ লুটপাট করে খেয়ে এখন স্বেচ্ছায় পলাতক ও নির্বাসন জীবন যাপন করছেন। কৃষিমন্ত্রী আজ শুক্রবার সকালে নকলা উপজেলা পরিষদ চত্বরে মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ঢেউটিন, বেঞ্চ এবং বিভিন্ন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্যদান কালে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, পারিবারিক, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার বলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সন্তানেরা বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকীর নাম উল্লেখ করে বলেন, তারা আজ বিশ্ব জয়ী। অপর পক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ধর্মের নামে বেশরীয়তি কাজ করে মদ জুয়া ও নৃত্যকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিলেন।

কৃষিমন্ত্রী আরো বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দক্ষ মানব সম্পদের বিশেষ প্রয়োজন। কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, নকলা নালিতাবাড়ীতে ইতি মধ্যেই দুটি সরকারী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়েছে এবং আরো দুটি সরকারী কারিগরি প্রতিষ্ঠান স্থাপনের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম, পুলিশ সুপার রফিকুল হাসান গনি, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, খামার বাড়ি শেরপুরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।