ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

ফোন দিয়ে বাড়ী থেকে ডেকে নেওয়ার পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর নয়াবন্দর এলাকায় আবাদি জমি থেকে ওই বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।নিহত খলিলুর রহমান (৫৫) উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর নয়াবন্দর গ্রামের প্রয়াত ইদ্রিশ আলীর ছেলে।আটককৃতরা হলেন; আকবর আলী, আবু হোসেন, সোবহান।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে খলিলুর রহমানের সঙ্গে প্রতিবেশী এনামুল হক, খাদেমুল ইসলামের বিরোধ চলছিল। জমিজমা নিয়ে সোমবার মীমাংসার জন্য উভয় পরে সঙ্গে উপজেলা পরিষদ হলরুমে বসার কথা ছিল। এর আগে রোববার গভীর রাতে মোবাইল ফোনে এক ব্যক্তি খলিলুর রহমানকে বাড়ির পার্শ্বে একটি আবাদি জমিতে ডেকে নিয়ে যায়। এরপর পরিকল্পিতভাবে বৃদ্ধ খলিলুর রহমানকে জবাই করে হত্যা করা হয়।
তাৎণিকভাবে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি (তদন্ত) মিজানুর রহমান। এ ঘটনার পর সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। এসময় তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

মহসিন হোসেন মিতুল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুব এশিয়া কাপ জয়ীদের মোটা অঙ্কের অর্থ পুরস্কার দেবে বিসিবি

ঠাকুরগাঁওয়ের এক বৃদ্ধকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৯:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

ফোন দিয়ে বাড়ী থেকে ডেকে নেওয়ার পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর নয়াবন্দর এলাকায় আবাদি জমি থেকে ওই বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।নিহত খলিলুর রহমান (৫৫) উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর নয়াবন্দর গ্রামের প্রয়াত ইদ্রিশ আলীর ছেলে।আটককৃতরা হলেন; আকবর আলী, আবু হোসেন, সোবহান।

বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে খলিলুর রহমানের সঙ্গে প্রতিবেশী এনামুল হক, খাদেমুল ইসলামের বিরোধ চলছিল। জমিজমা নিয়ে সোমবার মীমাংসার জন্য উভয় পরে সঙ্গে উপজেলা পরিষদ হলরুমে বসার কথা ছিল। এর আগে রোববার গভীর রাতে মোবাইল ফোনে এক ব্যক্তি খলিলুর রহমানকে বাড়ির পার্শ্বে একটি আবাদি জমিতে ডেকে নিয়ে যায়। এরপর পরিকল্পিতভাবে বৃদ্ধ খলিলুর রহমানকে জবাই করে হত্যা করা হয়।
তাৎণিকভাবে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি (তদন্ত) মিজানুর রহমান। এ ঘটনার পর সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। এসময় তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি খুব দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

মহসিন হোসেন মিতুল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি