অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসাইন ফেরেদুনকে দুর্নীতির অভিযোগের তদন্তে আটক করেছে দেশটির বিচার বিভাগ।ইরানের বিচার বিভাগের মুখপাত্রকে উদ্ধৃত করে রয়টার্স ও বিবিসি আজ রোববার এই খবর জানিয়েছে।ফেরেদুনের বিরুদ্ধে মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে রুহানি সমর্থকরা অভিযোগের খবর এসেছে রয়টার্সে।
অন্যদিকে বিবিসি বলছে, স্বজনদের দুর্নীতির তদন্ত আটকে দেয়ার অভিযোগ রয়েছে প্রেসিডেন্ট রুহানির বিরুদ্ধে। ইরানের গোলাম হোসেন মহসেনিকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, অবৈধ সম্পদ অর্জনের মামলায় শনিবার ফেরেদুনকে তলব করা হয়েছিল। পরে তাকে বন্দি করা হয়। ‘যদি তিনি জামিনের বন্দোবস্ত করতে পারেন, তবে তিনি ছাড়া পাবেন,’ বলেন মহসেনি। সেই সঙ্গে তিনি বলেন, মামলাটি চলবে। জামিনের জন্য ফেরেদুনকে কী পরিমাণ অর্থ দিতে হবে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।
প্রেসিডেন্ট রুহানির পরামর্শক হিসেবে পরিচিত ফেরেদুন একজন কূটনীতিক। পরমাণু কর্মসূচি সঙ্কট অবসানে ২০১৫ সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে আলোচনায় ইরানের প্রতিনিধি দলে ছিলেন তিনি। ফেরেদুনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপকদের বেতন বাড়ানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগও রয়েছে। তবে তিনি বরাবরই সব ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন।
দুই মাস আগে প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত রুহানি তার ভাইয়ের এই কেলেঙ্কারি নিয়ে চাপের মধ্যে রয়েছেন। ভোটের সময় দুর্নীতির বিষয়ে তার নীতিও ব্যাপক সমালোচনায় পড়েছিল।