আকাশ স্পোর্টস ডেস্ক:
প্রথমবারের মত এশিয়া কাপের ফাইনালে উঠে নতুন ইতিহাস লেখার অপেক্ষায় ছিল মালয়েশিয়া। আর ভারতের অপেক্ষাটা ছিল তৃতীয়বারের মত এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা ঘরে তোলার। জয় হল ভারতেরই। মালয়েশিয়াকে হতাশার সাগরে ভাসিয়ে ২-১ গোলের জয়ে এশিয়া কাপ হকির দশম আসরে চ্যাম্পিয়ন ভারত। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন দলের হাতে শিরোপা তুলে দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।রোববার দিনের প্রথম ম্যাচে কোরিয়াকে ৩-৬ গোলে উড়িয়ে আসরের তৃতীয় স্থান দখলে নিয়েছে পাকিস্তান।
তৃতীয় শিরোপার পথে মালয়েশিয়াকে চেপে ধরে ম্যাচের ৩ মিনিটেই গোল আদায় করে নেয় ভারত। ফিল্ড গোলে দলকে এগিয়ে নেন রামানদ্বীপ সিং। গোল শোধে মরিয়া মালয়েশিয়াও চেষ্টায় ছিল পাল্টা আঘাত হানার। তবে নিজেরা আক্রমণ গড়ার পাশাপাশি রক্ষণভাগকেও সমানভাবে অক্ষত রেখেছে মানপ্রীত সিংয়ের দল। প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ না দিয়ে বিরতিতে যাওয়ার আগের মিনিটে ব্যবধানও বাড়িয়েছে। ২৯ মিনিটের ফিল্ড গোলে দলকে ২-০ এনে দেন ললিত উপাধ্যায়। খেলার দশ মিনিট বাকি থাকতে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল মালয়েশিয়া। ৫০ মিনিটে শাহরিল সাবাহর ফিল্ড গোল জমিয়ে তোলে খেলা।
পরে পোস্ট ছেড়ে মালয়েশিয়া গোলরক্ষকের মধ্যমাঠে চলে যাওয়া ম্যাচে বাড়তি উত্তেজনাও ছড়িয়েছে। শেষ পাঁচ মিনিটে আসরে প্রথমবারের মত ভারতকে চাপের মাঝে রেখেও অবশ্য সমতার গোলটি পাওয়া হয়নি শুকরি মোতালিবের দলের। তাতে ২০০৭ সালের পর আবারও এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে ভারত। আর প্রথমবারের মত ফাইনালে পা রেখে দ্বিতীয় হয়েই খুশি থাকতে হয় মালয়েশিয়াকে।
শিরোপা ঘরে তুলতে না পারলেও আসর সেরার পুরষ্কার হাতে তুলেছেন মালয়েশিয়ার ফাজল সারি। ফাইনাল সেরা ভারতের আকাশদ্বীপ সিং। যৌথভাবে সর্বোচ্চ গোল সংগ্রাহকের তালিকায় নাম উঠেছে মালয়েশিয়ার ফাজল সারি এবং ভারতের হারমানপ্রীত সিংয়ের। ফাইনালের দিনে বাংলাদেশের হয়ে আলো জ্বালানো একমাত্র প্রতিনিধি আরশাদ হোসেন। টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার হাতে তুলেছেন লাল-সবুজের তরুণ তারকা।