আকাশ স্পোর্টস ডেস্ক :
বিপিএলে জ্বলে উঠলেন সাব্বির রহমান। দেখা দিলেন স্বরূপে। হাঁকালেন বিশাল ৯টি ছক্কা। অপরাজিত থেকে ইনিংস শেষ করেন ৩৩ বলে ৮২ করে।
যদিও বিপিএলের সর্বশেষ আসরে অবিক্রিত ছিলন তিনি। তবে চলমান আসরের ড্রাফট থেকে ঢাকা ক্যাপিটালস দলে ভিড়িয়েছিল সাব্বিরকে। শোনা যায়, ঢাকার মালিক শাকিব খান নিজে আগ্রহ দেখিয়েছিলেন হার্ড হিটার এই ব্যাটারকে নিয়ে। তবে শুরুর তিন ম্যাচের কোনোটিতেই একাদশে দেখা যায়নি তাকে।
চতুর্থ ম্যাচের আগে অবশ্য ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, কেন সাব্বিরকে শুরুতে খেলানো হয়নি। মূলত শৃঙ্খলা ভঙের কারণেই ঢাকা পর্বের কোনো ম্যাচে দেখা যায়নি সাব্বিরকে।
সুজন সেদিন বলছিলেন, ‘সাব্বির অনুপস্থিত ছিল ফার্স্ট দুইটা ম্যাচে। ফার্স্ট ম্যাচ না সেকেন্ড এবং থার্ড ম্যাচের আগে দলের অনুশীলনে আসেনি। যার জন্য এটা একটা টিম ডিসিশনের কারণও বলতে পারেন। এই কারণে তাকে খেলানো হয়নি তৃতীয় ম্যাচে বিশেষ করে। দুই তারিখের আগে এক তারিখের অনুশীলনে আসেনি এজন্য এটা একটা ডিসিপ্লিন ইস্যু টোটালি।’
সাব্বিরের ওপর ওঠা অভিযোগ নিয়ে এবার মুখেলেছেন তিনি। গতকাল সংবাদ সম্মেলনে সাব্বির বলেন, ‘ছোট থেকেই তো সবকিছু সামলাচ্ছি। কোচের সাথে কথা হয়েছে, ফ্যামিলি ইস্যু ছিল। উনি হয়তোবা বুঝতে পারেননি। ইন্টার্নাল কথাগুলা প্রেসে না বলাই ভালো। যেহেতু সাব্বির রহমান, কিছু হলেই ডিসিপ্লিনের কথা চলে আসে। আমি চেষ্টা করি ঠিক করার জন্য। আশেপাশে কিছু লোক হয়ত ভালো হতে দিচ্ছে না, পুশ করছে আমাকে। এটা নিয়ে আসলে আমি অত চিন্তিত না। আমার কাজ খেলা, পারফর্ম করা সেটাই করছি এখন।’
সিলেট পর্বে একাদশে সুযোগ পেয়ে অবশ্য নিজেকে প্রমাণও করেছেন সাব্বির। গতকাল চিটাগংয়ের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন তিনি।