আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়া ‘শান্তি চায় না’ তাই ইউক্রেনকে যতটা সম্ভব সমর্থন করতে হবে ইউরোপের; বুধবার ইইউর পররাষ্ট্র নীতি প্রধান কাজা ক্যালাস এমন মন্তব্য করেছেন।
ব্রাসেলসে বলকান সামিটে ইইউ পররাষ্ট্র নীতি প্রধান সাংবাদিকদের বলেন, ‘আমি দেখতে পাচ্ছি কিছু সংক্ষিপ্ত এবং দ্রুত সমাধানের পথ খোলা আছে। কিন্তু আমরা এমন পরিস্থিতিতে আছি যেখানে রাশিয়া শান্তি চায় না। কাজেই এটি একটি বড় সমস্যা।’
তিনি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে যুদ্ধবন্ধ ও সর্বোত্তম সমাধানের জন্য, আমাদের যতটা সম্ভব ইউক্রেনকে সমর্থন করতে হবে। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে এটি শক্তিশালী করবে। আর এই সমর্থন ইউক্রেনকে দিতে হবে ইউরোপের স্বার্থে।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এই যুদ্ধ এক হাজার দিন পেরিয়েছে। যা নিয়ে ক্যালাস বলেন, ‘আমরা রাশিয়ার হাইব্রিড কার্যকলাপ এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও আলোচনা করব। আমরা আরও কী করতে পারি সে সব দেখব।’
বর্তমানে ইইউ সদস্য রাষ্ট্র ২৭টি দেশ। তবে আগামীতে পশ্চিম বলকানের ৬টি দেশ আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, সার্বিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া এবং কসোভো কে বাড়িয়ে ইউরোপীয় ইউনিয়ন বর্ধিতকরণ করার ওপর জোর দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
কস্তা ইইউ বর্ধিতকরাকে নিজেদের অগ্রাধিকার এবং শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক বিনিয়োগ হিসেবে উল্লেখ্য করেছেন। তার মতে, এটি গেম চেঞ্জার হতে পারে। এবং এই দশকে পশ্চিম বলকানকে আমূল পরিবর্তন করতে পারে। সেই সঙ্গে পশ্চিম বলকানের দেশগুলির জন্য ইইউ নির্ভরযোগ্য, অবিচল অংশীদার হতে পারে।’