ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের জনগণ ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যে আঘাত পেয়েছে : চরমোনাই পীর বিগত তিন নির্বাচনে জনগণ ঠিকমতো ভোট দিতে পারেনি ফ্যাসিস্টের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে যাব না: নাসির পাটোয়ারী খুনিদের কোনোভাবে ছাড় দেওয়ার অবকাশ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ‘নির্যাতনের জবাব হিংসায় নয়, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে চাই’: তারেক রহমান ক্যান্সারের টিকা তৈরি রাশিয়ার, শিগগিরিই বিনামূল্যে বিতরণ হাসিনাকে দিল্লি ছাড়া দুনিয়ার আর কেউ সমর্থন করেনি : রুহুল কবির রিজভী বাবা নিরপরাধ ছিলেন, তা প্রমাণিত হলো : নিজামীর ছেলে মোমেন চেক প্রতারণার মামলায় সাকিবকে আদালতে হাজির হতে নির্দেশ আমরা ৪৭ ও ৭১-এ প্রতারিত হয়েছি : হাসনাত আবদুল্লাহ

সরকারবিরোধী আন্দোলন’ স্থগিত করলেন ইমরান খান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের নেতাদের অনুরোধে ঘোষিত ‘সরকারবিরোধী আন্দোলন’ কয়েক দিনের জন্য স্থগিত করেছেন।

ইমরান খানের বোন আলিমা খান মঙ্গলবার আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই ঘোষণা দেন।

আলিমা খান বলেন, ‘ইমরান খান দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এজন্য তিনি আরও কয়েক দিন অপেক্ষা করবেন’।

ইমরান খান এর আগে এক এক্স পোস্টে সরকারকে সতর্ক করে বলেছিলেন, যদি তার দাবিগুলো পূরণ করা না হয়, তাহলে তিনি ‘সরকারবিরোধী আন্দোলন’ শুরু করবেন।

তার দাবিগুলোর মধ্যে রয়েছে- ২০২৩ সালের ৯ মে’র দাঙ্গা এবং পিটিআই বিক্ষোভকারীদের ওপর চালানো ২৬ নভেম্বরের দমন-পীড়নের বিচারিক তদন্ত এবং ‘রাজনৈতিক বন্দিদের’ মুক্তি।

আলোচনার উদ্যোগ ও গঠন-

এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য ইমরান খান পাঁচ সদস্যের একটি আলোচনা কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন- ওমর আইয়ুব খান, আলি আমিন গান্দাপুর, সাহিবজাদা হামিদ রেজা, সালমান আকরাম রাজা ও আসাদ কায়সার।

গত সপ্তাহে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে পিটিআই নেতা আসাদ কায়সারের বৈঠকের পর সরকার এবং পিটিআই-এর মধ্যে আলোচনা হওয়ার খবর শোনা গিয়েছিল।

তবে, আসাদ কায়সার এ খবর অস্বীকার করেছেন এবং বলেছেন, ‘আমি স্পিকারের বাসভবনে গিয়েছিলাম কেবল সমবেদনা জানাতে। আলোচনার বিষয়ে কোনো কথা হয়নি’।

এদিকে শাহবাজ সরকারও নিশ্চিত করেছে যে, পিটিআই-এর সঙ্গে এখনও কোনো আলোচনা শুরু হয়নি।

আন্দোলনের জন্য ইমরান খানের শর্ত-

ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী জানিয়েছেন, ইমরান খান আন্দোলনের পক্ষে সাতটি যুক্তি তুলে ধরেছেন। যেগুলো তার মতে সরকারবিরোধী আন্দোলনের ডাকের যৌক্তিকতা প্রমাণ করে।

তিনি আরও বলেন, যারা বিরোধী দলে রয়েছেন এবং ইমরানের সঙ্গে দেখা করতে চান, তাদের স্বাগত জানানো হবে।

সেই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, সরকার কারাগারে ইমরানের সঙ্গে বিরোধী নেতাদের সাক্ষাৎ করতে বাধা দিতে পারে।

ইমরান খান বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিলেও পিটিআই নেতাদের অনুরোধে তা স্থগিত করেছেন। তার দাবি পূরণের ওপর নির্ভর করছে আন্দোলনের পরবর্তী দিকনির্দেশনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারবিরোধী আন্দোলন’ স্থগিত করলেন ইমরান খান

আপডেট সময় ০৫:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের নেতাদের অনুরোধে ঘোষিত ‘সরকারবিরোধী আন্দোলন’ কয়েক দিনের জন্য স্থগিত করেছেন।

ইমরান খানের বোন আলিমা খান মঙ্গলবার আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই ঘোষণা দেন।

আলিমা খান বলেন, ‘ইমরান খান দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এজন্য তিনি আরও কয়েক দিন অপেক্ষা করবেন’।

ইমরান খান এর আগে এক এক্স পোস্টে সরকারকে সতর্ক করে বলেছিলেন, যদি তার দাবিগুলো পূরণ করা না হয়, তাহলে তিনি ‘সরকারবিরোধী আন্দোলন’ শুরু করবেন।

তার দাবিগুলোর মধ্যে রয়েছে- ২০২৩ সালের ৯ মে’র দাঙ্গা এবং পিটিআই বিক্ষোভকারীদের ওপর চালানো ২৬ নভেম্বরের দমন-পীড়নের বিচারিক তদন্ত এবং ‘রাজনৈতিক বন্দিদের’ মুক্তি।

আলোচনার উদ্যোগ ও গঠন-

এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য ইমরান খান পাঁচ সদস্যের একটি আলোচনা কমিটি গঠন করেছেন। কমিটির সদস্যরা হলেন- ওমর আইয়ুব খান, আলি আমিন গান্দাপুর, সাহিবজাদা হামিদ রেজা, সালমান আকরাম রাজা ও আসাদ কায়সার।

গত সপ্তাহে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে পিটিআই নেতা আসাদ কায়সারের বৈঠকের পর সরকার এবং পিটিআই-এর মধ্যে আলোচনা হওয়ার খবর শোনা গিয়েছিল।

তবে, আসাদ কায়সার এ খবর অস্বীকার করেছেন এবং বলেছেন, ‘আমি স্পিকারের বাসভবনে গিয়েছিলাম কেবল সমবেদনা জানাতে। আলোচনার বিষয়ে কোনো কথা হয়নি’।

এদিকে শাহবাজ সরকারও নিশ্চিত করেছে যে, পিটিআই-এর সঙ্গে এখনও কোনো আলোচনা শুরু হয়নি।

আন্দোলনের জন্য ইমরান খানের শর্ত-

ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী জানিয়েছেন, ইমরান খান আন্দোলনের পক্ষে সাতটি যুক্তি তুলে ধরেছেন। যেগুলো তার মতে সরকারবিরোধী আন্দোলনের ডাকের যৌক্তিকতা প্রমাণ করে।

তিনি আরও বলেন, যারা বিরোধী দলে রয়েছেন এবং ইমরানের সঙ্গে দেখা করতে চান, তাদের স্বাগত জানানো হবে।

সেই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, সরকার কারাগারে ইমরানের সঙ্গে বিরোধী নেতাদের সাক্ষাৎ করতে বাধা দিতে পারে।

ইমরান খান বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিলেও পিটিআই নেতাদের অনুরোধে তা স্থগিত করেছেন। তার দাবি পূরণের ওপর নির্ভর করছে আন্দোলনের পরবর্তী দিকনির্দেশনা।