আকাশ বিনোদন ডেস্ক :
টিভি নাটকে মোশাররফ করিমের চরিত্রে বৈচিত্র্য খুঁজে পাওয়া কিছুটা মুশকিল। বেশ কয়েক বছর ধরেই ছোটপর্দায় কমেডি চরিত্রেই বেশি ধরা দিচ্ছেন এই শক্তিমান অভিনেতা। এর পেছনে বাজেট আর ভিউর মতো বিষয়গুলোর ‘অবদান’ রয়েছে। তবে সেদিক থেকে ওটিটির কাজে বিষয়বৈচিত্র্য উপহার দেওয়ার চেষ্টা করছেন তিনি।
‘মহানগর’, ‘দৌড়’-র মতো থ্রিলার সিরিজ এবং ‘মোবারকনামা’র মতো কোর্টরুম ড্রামা দিয়ে দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছেন মোশাররফ করিম। এছাড়া ওটিটিতে সম্প্রতি তাকে ভৌতিক ঘরানার কাজেও দেখা গেছে। দেশিয় ওটিটি প্ল্যাটফর্মে ‘আধুনিক বাংলা হোটেল’ নামে তার অভিনীত ভৌতিক অ্যান্থলজি সিরিজ দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এবার নুহাশ হুমায়ূনের জনপ্রিয় ভৌতিক ঘরানার অ্যান্থলজি সিরিজ ‘পেট কাটা ষ’র দ্বিতীয় কিস্তি ‘২ষ’তেও দেখা মিলবে মোশাররফ করিমের। চার পর্বের এই সিরিজের ‘ভাগ্য ভালো’ নামের একটি পর্বে এক জ্যোতিষীর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
‘২ষ’ সিরিজের সঙ্গে যুক্ত হওয়ার গল্প জানিয়ে মোশাররফ করিম বলেছেন, ‘গত বছর যখন নুহাশের (হুমায়ূন) সঙ্গে কথা হয়, তখনই আমার ষ-এর দ্বিতীয় মৌসুমের গল্পটি ভালো লাগে। আগের মৌসুম দেখা ছিল। নুহাশের নির্মাণ বেশ ভালো; মনে হয়েছে, কাজটি করা উচিত।’
ভৌতিক ঘরানার কাজের ক্ষেত্রে যে সময়, অর্থ এবং প্রস্তুতির প্রয়োজন হয়, তার কোনোটাই টিভি নাটকের ক্ষেত্রে পাওয়া যায় না। মোশাররফ করিমের ভাষায়, ‘নাটকের বর্তমান বাজেটে ভালো একটি ভৌতিক গল্প ফুটিয়ে তোলা অনেকটাই কঠিন। এখানে ভিউ বিষয়টা জড়িত। অনেকেই ঝুঁকি নিতে চান না। তবে ওটিটি এখন সেই সুযোগ করে দিচ্ছে।’
ভবিষ্যতে ভৌতিক ঘরানার আরও কাজ করতে চান জানিয়ে এই অভিনেতা যোগ করেন, ‘আমি বিশেষ করে দর্শকদের ষ-এর নতুন মৌসুম দেখার কথা বলব। এটা অসাধারণ একটা কাজ হয়েছে। ভৌতিক গল্প হিসেবে উপস্থাপনা, চরিত্রায়ণ আমার ভালো লেগেছে। এ ধরনের গল্প, বাজেট হলে আমি হরর গল্পে কাজ করতে চাই।’
শিগগিরই দেশিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মোশাররফ করিম অভিনীত ‘২ষ’ সিরিজের প্রচার শুরু হবে।