আকাশ নিউজ ডেস্ক :
জাপানি আলোকচিত্রী ও লেখক কেইসুকে জিনুশি ইন্টারনেট দুনিয়ায় এক নতুন আলোড়ন তুলেছেন। ৩৯ বছর বয়সী এই শিল্পী অভিনব কৌশলে প্রপস, উইগ এবং ডিজিটাল ম্যাজিকের সাহায্যে এমন কিছু ছবি তৈরি করেছেন, যা দেখে মনে হবে তিনি তার ‘কল্পিত প্রেমিকা’-র সঙ্গে অসাধারণ মুহূর্ত কাটাচ্ছেন। তার এই সৃজনশীলতা ইন্টারনেট ব্যবহারকারীদের মুগ্ধ করেছে।
নিশিনিপ্পন শিমবুন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নারীদের কোমল ও চকচকে হাতের মতো দেখতে জিনিসে আমি নিজের হাতে ফাউন্ডেশন লাগাই, নেইলপলিশ ব্যবহার করি এবং একটি স্ক্রাঞ্চি পরাই। এতে সত্যিই একটি বাস্তবসম্মত ছবি পাওয়া যায়।
মুসাশিনো আর্ট বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র ও ভিজ্যুয়াল আর্টসে ডিগ্রিধারী জিনুশি জানান, একাকী ভ্রমণের সময় একটি নারীর মূর্তির পাশে ছবি তোলার পর এই আইডিয়া তার মাথায় আসে। তখনই বুঝলাম, পুরোপুরি নিজের মতো করে সুখী দম্পতির ছবি তৈরি করা সম্ভব, বলেন তিনি।
জিনুশির পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একা থাকা পুরুষদের জন্য তার ছবিগুলো যেন একটি উদাহরণ, কীভাবে নিজের ‘সুখী ফটো স্টোরি’ তৈরি করা যায়। তার এসব সৃজনশীল ফটোগ্রাফি নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে যার নাম ‘Fantasy Girlfriend’। বইটিতে কল্পিত প্রেমিকার সঙ্গে দেখা করা থেকে বিয়ে এবং পরিবার শুরু করার কাহিনি চিত্রায়িত হয়েছে।
যদিও অনেকেই তার সৃজনশীলতাকে সাধুবাদ জানিয়েছেন, তবে কিছু সমালোচক এটিকে জাপানের ওটাকু সংস্কৃতি ও সামাজিক নিঃসঙ্গতার প্রতিফলন বলে মনে করছেন। তাদের মতে, এমন কর্মকাণ্ড একাকীত্বের অনুভূতিকে আরও বাড়িয়ে তুলতে পারে।
এমন ভাইরাল ট্রেন্ড শুধু জাপানেই নয়, চীনের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মেও দেখা যাচ্ছে। সেখানে একজন নারী তার হাতে রং করে “প্রেমিকের” ত্বকের রঙের ছাপ তৈরি করেছেন। আবার কেউ কেউ সিলিকন পেশি ব্যবহার করে পুরুষ সঙ্গীর উপস্থিতি বোঝানোর চেষ্টা করেছেন।