আকাশ জাতীয় ডেস্ক :
প্রেম মানে না কোনো কিছুই। তাই তো লক্ষ্মীপুরের রায়পুরে স্বর্ণ ও দুই লাখ টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে নিরুদ্দেশ হয়েছেন বিবাহিত ভাতিজা। এ ঘটনায় তোলপাড় চলছে। উভয়কে আটকে অভিভাবকরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন বলে জানা যায়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাজিরচর গ্রামের রাড়ী বাড়িতে।
গ্রামবাসী জানান, জীবিকার তাগিদে প্রায় ১০ বছর ধরে স্ত্রী ও দুই সন্তানকে রেখে সৌদি আরব রয়েছেন স্বামী। এ সুযোগে চাচির সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে ওই প্রবাসীর ছোট ভাইয়ের ছেলে এক সন্তানের জনকের সঙ্গে। এ ঘটনা এলাকায় একাধিকবার জানাজানি হয়। এরপরও তাদের সম্পর্ক চালিয়ে যায়। অবশেষে চাচি ও ভাতিজা নিজেদের স্বামী ও স্ত্রী-সন্তানদের ফেলে রেখে নিরুদ্দেশ হয়েছেন।
রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান সফিউল আলম চৌধুরী সুমন বলেন, ঘটনা শুনেছি। খুবই দুঃখজনক।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, কোনো পক্ষ থেকে এখনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।