আকাশ স্পোর্টস ডেস্ক :
বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্ন পূরণের পথে আরও একধাপ এগিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে বাংলাদেশের এই অলরাউন্ডারের অবস্থান এখন দ্বিতীয়।
ভারতীয় তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্টের অলরাউন্ডারদের র্যাংকিংয়ে দ্বিতীয় পজিশনে উঠে গেলেন মেহেদী হাসান মিরাজ। তার কারণে পেছনে পড়ে গেছেন অশ্বিন। এ তালিকায় শীর্ষে আছেন রবিন্দ্র জাদেজা।
গত সপ্তাহে বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ ছিল না। মিরাজের পারফরম্যান্সের ব্যাপারও তাই ছিল না। তবে তার ওপরে থাকা রবিচন্দ্রন অশ্বিনের ম্যাচ ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেইডে ভালো পারফর্ম করতে না পারায় ভারতীয় ক্রিকেটার নেমে গেছেন তিনে। মিরাজ উঠে গেছেন দুইয়ে।
মিরাজের রেটিং পয়েন্ট এখন ২৮৪, অশ্বিনের ২৮৩। বোর্ডার-গাভাস্কার সিরিজের বাকি সময়টায় অশ্বিন খেললে আবার জায়গা ফিরে পাওয়ার সুযোগ তার থাকবে। ভালো করতে না পারলে পিছিয়ে পড়বেন আরও।
৪১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রবিন্দ্র জাদেজা। ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে চারে সাকিব আল হাসান। তিন ধাপ পিছিয়ে ২৬০ পয়েন্ট নিয়ে পাঁচে মার্কো ইয়ানসেন।