ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুধু নির্বাচনের জন্য ছাত্র-জনতা তাদের রক্ত দেয়নি : মাসুদ সাঈদী ৭ দিনের মধ্যে সম্পদের হিসাব দেবেন দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনাররা :আবদুল মোমেন মন্ত্রণালয়ে রাজাকারের কোনো তালিকা নেই : মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে :নাহিদ ইসলাম বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জাপান এখন যুদ্ধের মাধ্যম সমাবেশ বা মিছিল নয়, বরং’সাইবার যুদ্ধ: ফখরুল তরুণ প্রজন্মকে মাইনাস করে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের চিন্তা ভুল : হাসনাত আব্দুল্লাহ রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা দিল্লির কাছে সমর্পণের জন্য নয় : রিজভী দেশের মানুষ এখন আর কারও চোখ রাঙানিকে পরোয়া করে না: জামায়াত আমির আগরতলা অভিমুখে বিএনপির তিন সংগঠনের লংমার্চ শুরু, নেতাকর্মীদের ঢল

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পুলিশ হেফাজতে আত্মহত্যার চেষ্টা করেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন। বুধবার দেশটির বিচারবিষয়ক মন্ত্রী পার্ক সুং জে কিমের আত্মহত্যাচেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংশোধনকারী কর্মকর্তারা আত্মহত্যার চেষ্টা করার সময় কিমকে থামিয়েছেন। এখন তার অবস্থা স্থিতিশীল। খবর আল-জাজিরার।

বেশ কিছুদিন ধরেই উত্তাল দক্ষিণ কোরিয়া। বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়েছে দেশটি। কর্মকর্তাকে গ্রেফতারসহ বুধবার নানা নাটকীয় ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়।

এর আগে সিউল কেন্দ্রীয় জেলা আদালত প্রসিকিউটরদের অনুরোধে পরোয়ানা জারির পর বিদ্রোহের অভিযোগে কিমকে গ্রেফতার করা হয়।

রাষ্ট্রীয় ইয়োনহাপ নিউজ এজেন্সি বলেছে, আদালত পরোয়ানা জারি করার সময় বলেছে আমরা বিবেচনা করছি, কী পরিমাণ অভিযোগ সমর্থন করা হয়েছে, উদ্বেগ হলো, তিনি অপরাধের প্রমাণ ধ্বংস করবেন।

এদিকে আকস্মিক সামরিক আইন জারি ও প্রত্যাহার ঘিরে প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের কার্যালয়ে অভিযান পরিচালনার চেষ্টা করেছে পুলিশ।

বুধবার দক্ষিণ কোরিয়ার পুলিশের কয়েক ডজন সদস্য প্রেসিডেন্ট কার্যালয়ে অভিযান চালাতে যান। তবে তারা প্রেসিডেন্ট কার্যালয়ের মূল ভবনে প্রবেশ করতে পারেননি।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনেকটা আকস্মিকভাবে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক-ইউল। পরে দেশটিতে ব্যাপক প্রতিবাদের মুখে ছয় ঘণ্টা পর সেই সামরিক আইন বাতিলের ঘোষণা দেন তিনি। এই ঘটনায় ইতোমধ্যে আদালতের নির্দেশে পুলিশ ও অন্যান্য সংস্থা তদন্ত শুরু করেছে।

প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা আইন ও অতীতের বিভিন্ন ঘটনার ওপর ভিত্তি করে প্রতিক্রিয়া জানিয়েছি।’ তবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে তল্লাশি অভিযানে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ০৭:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পুলিশ হেফাজতে আত্মহত্যার চেষ্টা করেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন। বুধবার দেশটির বিচারবিষয়ক মন্ত্রী পার্ক সুং জে কিমের আত্মহত্যাচেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংশোধনকারী কর্মকর্তারা আত্মহত্যার চেষ্টা করার সময় কিমকে থামিয়েছেন। এখন তার অবস্থা স্থিতিশীল। খবর আল-জাজিরার।

বেশ কিছুদিন ধরেই উত্তাল দক্ষিণ কোরিয়া। বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়েছে দেশটি। কর্মকর্তাকে গ্রেফতারসহ বুধবার নানা নাটকীয় ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়।

এর আগে সিউল কেন্দ্রীয় জেলা আদালত প্রসিকিউটরদের অনুরোধে পরোয়ানা জারির পর বিদ্রোহের অভিযোগে কিমকে গ্রেফতার করা হয়।

রাষ্ট্রীয় ইয়োনহাপ নিউজ এজেন্সি বলেছে, আদালত পরোয়ানা জারি করার সময় বলেছে আমরা বিবেচনা করছি, কী পরিমাণ অভিযোগ সমর্থন করা হয়েছে, উদ্বেগ হলো, তিনি অপরাধের প্রমাণ ধ্বংস করবেন।

এদিকে আকস্মিক সামরিক আইন জারি ও প্রত্যাহার ঘিরে প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের কার্যালয়ে অভিযান পরিচালনার চেষ্টা করেছে পুলিশ।

বুধবার দক্ষিণ কোরিয়ার পুলিশের কয়েক ডজন সদস্য প্রেসিডেন্ট কার্যালয়ে অভিযান চালাতে যান। তবে তারা প্রেসিডেন্ট কার্যালয়ের মূল ভবনে প্রবেশ করতে পারেননি।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনেকটা আকস্মিকভাবে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক-ইউল। পরে দেশটিতে ব্যাপক প্রতিবাদের মুখে ছয় ঘণ্টা পর সেই সামরিক আইন বাতিলের ঘোষণা দেন তিনি। এই ঘটনায় ইতোমধ্যে আদালতের নির্দেশে পুলিশ ও অন্যান্য সংস্থা তদন্ত শুরু করেছে।

প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা আইন ও অতীতের বিভিন্ন ঘটনার ওপর ভিত্তি করে প্রতিক্রিয়া জানিয়েছি।’ তবে প্রেসিডেন্টের কার্যালয় থেকে তল্লাশি অভিযানে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।