আকাশ জাতীয় ডেস্ক :
কেরানীগঞ্জে মাথায় পিস্তল ঠেকিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা ও ছাত্র অধিকার পরিষদের ঢাকা জেলা দক্ষিণের সহ-সভাপতি সাজ্জাদ আল ইসলামের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় ১৪টি সেলাই লেগেছে।
ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার কেরানীগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে করেছে ‘কেরানীগঞ্জ প্রতিবাদী ছাত্র-জনতা’।
রোববার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া বেপারীপাড়া নিজ বাসায় ফেরার পথে ইকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে হামলার শিকার হন সাজ্জাদ।
এ ঘটনায় সোমবার তিনি বাদী হয়ে স্থানীয় যুবদল নেতা হাসিবুল হাসান অনিকসহ কয়েকজনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাথায়- হাতে ব্যান্ডেজ নিয়ে হাজির হন আহত সাজ্জাদ। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, ৫ আগস্টের পর আওয়ামী লীগের লোকজন গা-ঢাকা দিলে শুভাঢ্যা ইকুরিয়া এলাকায় নতুন করে দখলবাজি, চাঁদাবাজি শুরু হয়। এর নেতৃত্ব দিচ্ছেন যুবদল নেতা অনিক। ইতোমধ্যে সে ৩টি বাড়ি, এলাকার ডিশের লাইন, ওয়াইফাই ব্যবসা, ময়লার ব্যবসা দখল করেছে। এসব বিষয়ে সম্প্রতি তিনি একটি ইউটিউব চ্যানেলে কথা বলেন। এতে ক্ষুব্ধ হয় অনিক।
সাজ্জাদ বলেন, রোববার রাতে বাসায় ফেরার পথে বাড়ির অদূরে সড়কের ওপর অনিকের নেতৃত্বে অস্ত্রধারী কয়েকজন আমার পথরোধ করে। অনিক আমার মাথায় পিস্তল ঠেকিয়ে সড়কের পাশে নিয়ে যায়। এলোপাতাড়ি মারধর করে। ছুরি দিয়ে মাথায় কোপ দেয়। লাঠির আঘাতে বাম হাতের আঙুল ও কবজির হাড় ভেঙে ফেলে। হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুব সংগঠক সায়মন চৌধুরী, যুব অধিকার পরিষদের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি কামাল হোসেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত হাসিবুল হাসান অনিক শুভাঢ্যা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান মানিক বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা এ হামলার নিন্দা জানাই। সোমবার তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে আমরা সহযোগিতা করব।
অভিযোগের বিষয়ে অনিকের বক্তব্য পাওয়া যায়নি।