ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতারা ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন আমরা ছাত্র-জনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই : ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা সম্পূর্ণরূপে জনগণের সিদ্ধান্ত: মির্জা ফখরুল ফ্যাসিস্টদের মতো কারও কথা বলার অধিকার হরণ করা হবে না : প্রেস সচিব আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা তৈরির পরিবর্তে চাকরিপ্রার্থী তৈরি করে : ড. মুহাম্মদ ইউনূস সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-সিটি কলেজর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ রাজধানীর দয়াগঞ্জে অটোরিকশা চালকদের বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে ৩৫ আন্দোলন থেকে সরে গেলেন আহ্বায়ক শুভ গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো ৮ কর্মকর্তাকে ওভার নাইট কলেজ বিশ্ববিদ্যালয় করা সম্ভব না, এটি অযৌক্তিক: আসিফ নজরুল

ফুটবল বিশ্বকাপের জন্য ৯২ হাজার আসনের স্টেডিয়াম বানাচ্ছে সৌদি

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার পথে সৌদি আরব। আনুষ্ঠানিকভাবে বিডও করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এ ক্ষেত্রে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেশের কোনো প্রতিদ্বন্দ্বীও নাই। ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছে সৌদি আরব।

কিং সালমান স্টেডিয়াম নিয়ে তাদের মহাপরিকল্পনা প্রকাশ করেছে।

মূলত সৌদির ফ্ল্যাগশিপ প্রকল্প ভিশন ২০৩০-এর আওতায় হবে এ স্টেডিয়াম। ৯২ হাজার আসনের এই ভেন্যু হবে সৌদির সর্বোচ্চ দর্শক ধারণক্ষমতার।

সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল মিশেহাল জানিয়েছেন, বিশ্ববাসীর জন্য সৌদি আরবের অগ্রগতির সাক্ষী হওয়ার আমন্ত্রণ ২০৩৪ বিশ্বকাপ। এর মাধ্যমে আমাদের সংস্কৃতি জানতে পারবেন। ফ্যানদের দারুণ অভিজ্ঞতা দিতে সর্বাত্মক ব্যবস্থাই করা হবে।

এর ডিজাইন করেছে বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান পপুলাস। প্রকৃতি আর প্রযুক্তির দারুণ মিশেলে হবে এই স্টেডিয়াম। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণও হয়েছে তাদের হাত ধরে। দূষণ ও ব্যয় কমাতে থাকবে প্রাকৃতিক শীতাতপ ও বিদ্যুত সাশ্রয়ী প্রযুক্তি।

এই স্টেডিয়ামে ইনডোর স্পোর্টস হল, অলিম্পিক সাইজের পুল, বাগান, অ্যাথলেটিক্স ট্র্যাক, ফ্যান জোন, অ্যাকুয়াটিক সেন্টার আর স্টেডিয়ামের ছাদে হাঁটার ব্যবস্থা। যেখান থেকে সংযুক্ত কিং আব্দুল আজিজ পার্কের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শকরা।

মূলত সারা বছর এটি ব্যবহৃত হবে সৌদি আরবের ফুটবল দলের ক্যাম্প হিসেবে। নিরবিচ্ছন্ন অনুশীলনের জন্য থাকবে একাধিক ট্রেনিং গ্রাউন্ড। পরবর্তীতে যুক্ত করা হবে ভলিবল, বাস্কেটবল ও প্যাডেল কোটও।

স্টেডিয়ামটি পুরোপুরি চাল হবে ২০২৯ সালের শেষ নাগাদ। এই প্রকল্পে খরচ হবে কয়েক বিলিয়ন ডলার। ঘরোয়ার পাশাপাশি আঞ্চলিক টুর্নামেন্টের ভেন্যু হবে এটি। আর ২০৩৪ বিশ্বকাপ দিয়ে পাবে পূর্ণতা।

 

Tag :
আপলোডকারীর তথ্য

আ.লীগ নেতারা ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন

ফুটবল বিশ্বকাপের জন্য ৯২ হাজার আসনের স্টেডিয়াম বানাচ্ছে সৌদি

আপডেট সময় ০৭:২৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ার পথে সৌদি আরব। আনুষ্ঠানিকভাবে বিডও করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এ ক্ষেত্রে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেশের কোনো প্রতিদ্বন্দ্বীও নাই। ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছে সৌদি আরব।

কিং সালমান স্টেডিয়াম নিয়ে তাদের মহাপরিকল্পনা প্রকাশ করেছে।

মূলত সৌদির ফ্ল্যাগশিপ প্রকল্প ভিশন ২০৩০-এর আওতায় হবে এ স্টেডিয়াম। ৯২ হাজার আসনের এই ভেন্যু হবে সৌদির সর্বোচ্চ দর্শক ধারণক্ষমতার।

সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল মিশেহাল জানিয়েছেন, বিশ্ববাসীর জন্য সৌদি আরবের অগ্রগতির সাক্ষী হওয়ার আমন্ত্রণ ২০৩৪ বিশ্বকাপ। এর মাধ্যমে আমাদের সংস্কৃতি জানতে পারবেন। ফ্যানদের দারুণ অভিজ্ঞতা দিতে সর্বাত্মক ব্যবস্থাই করা হবে।

এর ডিজাইন করেছে বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান পপুলাস। প্রকৃতি আর প্রযুক্তির দারুণ মিশেলে হবে এই স্টেডিয়াম। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণও হয়েছে তাদের হাত ধরে। দূষণ ও ব্যয় কমাতে থাকবে প্রাকৃতিক শীতাতপ ও বিদ্যুত সাশ্রয়ী প্রযুক্তি।

এই স্টেডিয়ামে ইনডোর স্পোর্টস হল, অলিম্পিক সাইজের পুল, বাগান, অ্যাথলেটিক্স ট্র্যাক, ফ্যান জোন, অ্যাকুয়াটিক সেন্টার আর স্টেডিয়ামের ছাদে হাঁটার ব্যবস্থা। যেখান থেকে সংযুক্ত কিং আব্দুল আজিজ পার্কের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শকরা।

মূলত সারা বছর এটি ব্যবহৃত হবে সৌদি আরবের ফুটবল দলের ক্যাম্প হিসেবে। নিরবিচ্ছন্ন অনুশীলনের জন্য থাকবে একাধিক ট্রেনিং গ্রাউন্ড। পরবর্তীতে যুক্ত করা হবে ভলিবল, বাস্কেটবল ও প্যাডেল কোটও।

স্টেডিয়ামটি পুরোপুরি চাল হবে ২০২৯ সালের শেষ নাগাদ। এই প্রকল্পে খরচ হবে কয়েক বিলিয়ন ডলার। ঘরোয়ার পাশাপাশি আঞ্চলিক টুর্নামেন্টের ভেন্যু হবে এটি। আর ২০৩৪ বিশ্বকাপ দিয়ে পাবে পূর্ণতা।