আকাশ স্পোর্টস ডেস্ক :
উরুগুয়ের তারকা ফুটবলার রদ্রিগো বেন্তানকুরকে সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এফএ’র নিযুক্ত একটি স্বাধীন কমিশন তদন্ত শেষে এই শাস্তির সুপারিশ করে। একইসঙ্গে তাকে প্রায় ১ লাখ ২৬ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা জরিমানাও করা হয়েছে।
গত জুনে উরুগুয়ের একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের টটেনহ্যাম সতীর্থ হিউন মিন-সনকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন। সেখানে তার কাছে একজন টটেনহ্যাম খেলোয়াড়ের জার্সি চাইলে বেন্তানকুর মজার ছলে জিজ্ঞেস করেন, ‘সনির? দেখো এটা (জার্সি) সনির ভাইয়েরও হতে পারে। কারণ তাদের সবাইকে দেখতে একইরকম মনে হয়।’
এই মন্তব্যের পর সমালোচনার মুখে সনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন বেন্তানকুর। এরপর তাদের একসঙ্গে টটেনহ্যামের হয়ে খেলতেও দেখা গেছে।
তবে ইংলিশ এফএ বিষয়টিকে ভালোভাবে নেয়নি। তারা গত সেপ্টেম্বরে বেন্তানকুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। আর স্বাধীন কমিশনের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এবার শাস্তি পেতে হলো।