আকাশ স্পোর্টস ডেস্ক :
২০২৫ আইপিএল নিলামে ১২ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠেছে, যার মধ্যে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়ে নিজেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রমাণ করেছেন তিনি, এবং স্বাভাবিকভাবেই এবারের আইপিএলে তার দিকে নজর থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর।
তবে রিশাদ এখনই বেশি আশা করতে চান না। গ্লোবাল সুপার লিগে অংশ নিতে দেশ ছাড়ার আগে আজ মিরপুরে অনুশীলনে নামেন তিনি। সেখানে আইপিএল সম্পর্কে নিজের ভাবনা প্রকাশ করতে গিয়ে রিশাদ বলেন, ‘আইপিএলে খেলার ইচ্ছা তো সবারই থাকে, কিন্তু বেশি আশা করা ঠিক নয়। বেশি আশা না করলে কষ্টও পাবো না। বিপিএল ড্রাফট নিয়েও আমি খুব বেশি ভাবি না, স্বাভাবিক থাকতে চেষ্টা করি। সবকিছু আল্লাহর হাতে।’
তবে, সুযোগ পেলে আইপিএলে ভালো কিছু করার ব্যাপারে আত্মবিশ্বাসী রিশাদ। তিনি বলেন, ‘আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে। ভালো এবং খারাপ দিন সবারই আসে, তাই আমি অতটা আশা করছি না। যখন সুযোগ আসবে, তখন দেখব কী হয়।’
আইপিএলে পছন্দের দল সম্পর্কে জানতে চাইলে রিশাদ বলেন, ‘এভাবে কোনো কিছু ভাবিনি। হয়তো আমি চেন্নাইয়ের কথা ভাবলাম, কিন্তু ডাক আসলো অন্য কোনো দলের থেকে। তখন মন খারাপও হতে পারে। তবে, আমার ফেভারিট দল কলকাতা নাইট রাইডার্স, কারণ সাকিব ভাই এখানে অনেকদিন খেলেছেন।’