আকাশ স্পোর্টস ডেস্ক :
হাঙ্গেরিকে উড়িয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। ঘরের মাঠে শনিবার দিবাগত রাতে হাঙ্গেরির বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ আট নিশ্চিত করে ডাচরা।
এই জয়ে ৫ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে ‘এ৩’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে নেদারল্যান্ডস। সম্যান ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে হাঙ্গেরি আছে তৃতীয় স্থানে। শেষ ম্যাচে জার্মানিকে কমপক্ষে ৮ গোলের ব্যবধানে হারাতে পারলে এবং বসনিয়ার কাছে নেদারল্যান্ডস কমপক্ষে ১-০ ব্যবধানে হারলে সুযোগ তৈরি হতে পারে হাঙ্গেরির। যেটাকে আপাতদৃষ্টিতে অসম্ভব সমীকরণই বলা যায়।
হাঙ্গেরির বিপক্ষে প্রথমার্ধে নেদারল্যান্ডসের দুটি গোলই আসে পেনাল্টি থেকে। সপ্তম মিনিটে হাঙ্গেরির টমাস নিকিটসের পেনাল্টি এরিয়ায় হ্যান্ডবল করেন। এটার বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রায় ১৩ মিনিট খেলা বন্ধ থাকে। শেষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। পেনাল্টি থেকে ওয়াউট ওয়েঘর্স্ট গোল করে এগিয়ে নেন দলকে।
প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও পেনাল্টি পায় নেদারল্যান্ডস। এবার নেদারল্যান্ডসের ডনিয়েল মালেনকে বক্সের মধ্যে ফাউল করেন হাঙ্গেরির জেসল্ট ন্যাগি। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে কোডি গাকপো গোল করেন। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ডাচরা।
বিরতির পর ৬৪ মিনিটে মালেনের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের শটে গোল করে ব্যবধান আরও বাড়ান ডেঞ্জেল ডামফ্রিস। আর ৮৫ মিনিটে ডামফ্রিসের বাড়িয়ে দেওয়া ক্রসে হেড নিয়ে টিউন কোপমেইনারস গোল করে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এতে ডাচদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়।