ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত আ.লীগ নেতারা ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন আমরা ছাত্র-জনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই : ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা সম্পূর্ণরূপে জনগণের সিদ্ধান্ত: মির্জা ফখরুল ফ্যাসিস্টদের মতো কারও কথা বলার অধিকার হরণ করা হবে না : প্রেস সচিব আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা তৈরির পরিবর্তে চাকরিপ্রার্থী তৈরি করে : ড. মুহাম্মদ ইউনূস সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-সিটি কলেজর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ রাজধানীর দয়াগঞ্জে অটোরিকশা চালকদের বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে ৩৫ আন্দোলন থেকে সরে গেলেন আহ্বায়ক শুভ গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো ৮ কর্মকর্তাকে

ব্রাজিলিয়ান রেফারিকে শাসালেন মেসি, কাঠগড়ায় তুললেন স্কালোনি

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারতে হয়েছে আর্জেন্টিনাকে। এমন ম্যাচে মাঠেই রেফারিকে ক্ষোভ ঝাড়তে দেখা গেছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। ম্যাচের পর সরাসরি কিছু না বললেও ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কোকে কাঠগড়ায় তুলেছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।

ঘটনা ম্যাচের ৩৩ মিনিটের সময়। এ দফায় বাজে ফাউল করে হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। এর চার মিনিট না যেতেই ফের ফাউল করেন এই ফুটবলার। এবার তার শিকার হয় মেসি। এ সময় আর্জেন্টাইন ফুটবলাররা আরেকটি কার্ডের জন্য জোরালো আবেদন করে। যদিও সেটি আমলে নেয়নি ব্রাজিলিয়ান রেফারি।

রেফারির এই সিদ্ধান্ত মানতে না পেরে বিরতির সময় মাঠেই রেফারির ওপর ক্ষোভ ঝেড়েছেন মেসি। আঙুল তাক করে রেফারিকে তার সিদ্ধান্তের জন্য শাসাতেও দেখা গেছে মেসিকে। ম্যাচ শেষে যা নিয়ে ক্ষোভ ঝড়ে পড়েছে কোচ স্কালোনির কণ্ঠেও।

সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে জানতে চাওয়া হলে স্কালোনি বলেন, ‘অনেক কিছুই বলতে পারি…কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো, তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

স্কালোনি অতীতে এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন, ‘এসব থেকে আমি অনেক কিছুই শিখেছি। কোনো কিছু সঠিক প্রমাণ করতে এসব অজুহাতের মতো শোনায় এবং লোকেও অন্যভাবে দেখে। তাই এসব পেছনে ফেলে আসাই ভালো।’

ম্যাচের ৩৭ মিনিটে প্রতিআক্রমণে উঠার চেষ্টা চালালে মেসিকে বাজেভাবে ফাউল করে ফেলে দেন আলদেরেতা। যেটাকে চাইলেই হলুদ কার্ড দেওয়া যেত। আর সেটি হলে ১০ জনের দলে পরিণত হতো প্যারাগুয়ে। যার সুবিধা পেতে পারত আর্জেন্টিনা। তবে সেটি না হওয়ায় ক্ষোভ ছিল আর্জেন্টিনার ফুটবলারদের মাঝে। বিরতির সময় নিকোলাস ওতামেন্দিকে সঙ্গে নিয়ে মাঠেই রেফারির ওপর ক্ষোভ ঝাড়েন মেসি। আঙুল তুলে কিছু একটা বলতেও দেখা গেছে মেসিকে।

রেফারি দারোঙ্কোর ওপর ক্ষোভ ঝেড়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাওতারো মার্তিনেজও। আর্জেন্টিনাকে ১১ মিনিটে এগিয়ে দিয়েও হার নিয়ে ছাড়ার পর ইন্টার তারকা বলেন, ‘আমি তাকে (দারোঙ্কো) বলেছি, ওর (আলদেরেতে) মাঠে থেকে যাওয়া এবং গোল করা উচিত হয়নি।’

উল্লেখ্য, দারোঙ্কা ২০১৪ সালে ফিফার তালিকাভুক্ত রেফারি হন। ২০১৮ বিশ্বকাপের রেফারিদের তালিকায় তাকে রেখেছিল ফিফা। তবে এবার কোপা লিবার্তদোরেসে শেষ ষোলোয় রেসিং-রিভার প্লেট ম্যাচে তার রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে। ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে-ইকুয়েডর ১০ম রাউন্ডের ম্যাচেও বিতর্কিত রেফারিং করেছেন দারোঙ্কো।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে হারিয়ে শেষটা রাঙাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ব্রাজিলিয়ান রেফারিকে শাসালেন মেসি, কাঠগড়ায় তুললেন স্কালোনি

আপডেট সময় ১১:৪৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারতে হয়েছে আর্জেন্টিনাকে। এমন ম্যাচে মাঠেই রেফারিকে ক্ষোভ ঝাড়তে দেখা গেছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। ম্যাচের পর সরাসরি কিছু না বললেও ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কোকে কাঠগড়ায় তুলেছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি।

ঘটনা ম্যাচের ৩৩ মিনিটের সময়। এ দফায় বাজে ফাউল করে হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। এর চার মিনিট না যেতেই ফের ফাউল করেন এই ফুটবলার। এবার তার শিকার হয় মেসি। এ সময় আর্জেন্টাইন ফুটবলাররা আরেকটি কার্ডের জন্য জোরালো আবেদন করে। যদিও সেটি আমলে নেয়নি ব্রাজিলিয়ান রেফারি।

রেফারির এই সিদ্ধান্ত মানতে না পেরে বিরতির সময় মাঠেই রেফারির ওপর ক্ষোভ ঝেড়েছেন মেসি। আঙুল তাক করে রেফারিকে তার সিদ্ধান্তের জন্য শাসাতেও দেখা গেছে মেসিকে। ম্যাচ শেষে যা নিয়ে ক্ষোভ ঝড়ে পড়েছে কোচ স্কালোনির কণ্ঠেও।

সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে জানতে চাওয়া হলে স্কালোনি বলেন, ‘অনেক কিছুই বলতে পারি…কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো, তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

স্কালোনি অতীতে এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন, ‘এসব থেকে আমি অনেক কিছুই শিখেছি। কোনো কিছু সঠিক প্রমাণ করতে এসব অজুহাতের মতো শোনায় এবং লোকেও অন্যভাবে দেখে। তাই এসব পেছনে ফেলে আসাই ভালো।’

ম্যাচের ৩৭ মিনিটে প্রতিআক্রমণে উঠার চেষ্টা চালালে মেসিকে বাজেভাবে ফাউল করে ফেলে দেন আলদেরেতা। যেটাকে চাইলেই হলুদ কার্ড দেওয়া যেত। আর সেটি হলে ১০ জনের দলে পরিণত হতো প্যারাগুয়ে। যার সুবিধা পেতে পারত আর্জেন্টিনা। তবে সেটি না হওয়ায় ক্ষোভ ছিল আর্জেন্টিনার ফুটবলারদের মাঝে। বিরতির সময় নিকোলাস ওতামেন্দিকে সঙ্গে নিয়ে মাঠেই রেফারির ওপর ক্ষোভ ঝাড়েন মেসি। আঙুল তুলে কিছু একটা বলতেও দেখা গেছে মেসিকে।

রেফারি দারোঙ্কোর ওপর ক্ষোভ ঝেড়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাওতারো মার্তিনেজও। আর্জেন্টিনাকে ১১ মিনিটে এগিয়ে দিয়েও হার নিয়ে ছাড়ার পর ইন্টার তারকা বলেন, ‘আমি তাকে (দারোঙ্কো) বলেছি, ওর (আলদেরেতে) মাঠে থেকে যাওয়া এবং গোল করা উচিত হয়নি।’

উল্লেখ্য, দারোঙ্কা ২০১৪ সালে ফিফার তালিকাভুক্ত রেফারি হন। ২০১৮ বিশ্বকাপের রেফারিদের তালিকায় তাকে রেখেছিল ফিফা। তবে এবার কোপা লিবার্তদোরেসে শেষ ষোলোয় রেসিং-রিভার প্লেট ম্যাচে তার রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে। ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে-ইকুয়েডর ১০ম রাউন্ডের ম্যাচেও বিতর্কিত রেফারিং করেছেন দারোঙ্কো।