ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতারা ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন আমরা ছাত্র-জনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই : ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা সম্পূর্ণরূপে জনগণের সিদ্ধান্ত: মির্জা ফখরুল ফ্যাসিস্টদের মতো কারও কথা বলার অধিকার হরণ করা হবে না : প্রেস সচিব আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা তৈরির পরিবর্তে চাকরিপ্রার্থী তৈরি করে : ড. মুহাম্মদ ইউনূস সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-সিটি কলেজর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ রাজধানীর দয়াগঞ্জে অটোরিকশা চালকদের বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে ৩৫ আন্দোলন থেকে সরে গেলেন আহ্বায়ক শুভ গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো ৮ কর্মকর্তাকে ওভার নাইট কলেজ বিশ্ববিদ্যালয় করা সম্ভব না, এটি অযৌক্তিক: আসিফ নজরুল

স্কটল্যান্ডের বাতিঘরে খুঁজে পাওয়া গেল ১৩২ বছরের পুরোনো বার্তা

আকাশ নিউজ ডেস্ক :

দক্ষিণ স্কটল্যান্ডের ক্রসওয়াল বাতিঘরে ১৩২ বছর আগের একটি কাচের বোতল পাওয়া গেছে, যার ভেতরে ছিল এক ঐতিহাসিক বার্তা। এটি স্কটল্যান্ডের কোনো বাতিঘরে প্রাপ্ত প্রথম বোতলবন্দি বার্তা বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। বিবিসি জানিয়েছে এ খবর।

নর্দান লাইটহাউজ বোর্ডের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রস রাসেল তার বিশেষ পরিদর্শনের সময় ৮ ইঞ্চি লম্বা এই বোতলটি খুঁজে পান। একটি আলমারির প্যানেল সরানোর পর এটি তার নজরে আসে, তবে এটি হাতের নাগালের বাইরে ছিল। পরবর্তীতে, একটি দড়ি ও ঝাড়ুর হাতল ব্যবহার করে তৈরি বিশেষ যন্ত্রের মাধ্যমে বোতলটি উদ্ধার করা হয়। কিন্তু বোতলটি খোলার আগে তারা বাতিঘরের রক্ষক ব্যারি মিলারের উপস্থিতির অপেক্ষা করেন।

বোতলটি আসলে একটি পুরোনো তেলের বোতল, যার মধ্যে ছিল একটি কাগজের বার্তা। বার্তাটি ১৮৯২ সালের ৪ সেপ্টেম্বর লেখা, যেখানে তিনজন প্রকৌশলীর নাম উল্লেখ রয়েছে। তারা ৩০ ফুট উচ্চতার টাওয়ারে নতুন আলোক ব্যবস্থা স্থাপন করেছিলেন।
৭৭ বছর বয়সী ব্যারি মিলার বলেন, ‘এটি সত্যিই একটি অনন্য অভিজ্ঞতা। এত বছর ধরে আমার মাথার ওপর এটি ছিল, অথচ আমি কিছুই জানতাম না।’ তিনি আরও বলেন, ‘বোতলটি খোলার পর দেখা যায়, সেখানে ১৩২ বছরের পুরোনো স্মৃতি, প্রকৌশলী এবং রক্ষণাবেক্ষণকারীদের নাম রয়েছে।’

এই আবিষ্কার প্রকৌশলীদের জন্য স্বপ্নপূরণের মতো। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ঐতিহাসিক বোতল ও বার্তাটি মূল জায়গাতেই রেখে দেওয়া হবে। পাশাপাশি তারা নিজেদের নতুন একটি বার্তা ও বোতল সেখানেই সংরক্ষণ করবেন।

অন্যদিকে, ক্রসওয়াল বাতিঘরের এক রক্ষক জন উইলসনের পরিবারের সদস্যরাও এ আবিষ্কার নিয়ে রোমাঞ্চিত। উইলসনের পরবর্তী প্রজন্মের সদস্য ইউয়ান মারে বলেন, ‘এটি পরিবারের এক ধরনের ইতিহাস, যা হঠাৎ করেই সামনে এসেছে, এবং আমি অত্যন্ত আনন্দিত।’

আপলোডকারীর তথ্য

আ.লীগ নেতারা ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন

স্কটল্যান্ডের বাতিঘরে খুঁজে পাওয়া গেল ১৩২ বছরের পুরোনো বার্তা

আপডেট সময় ১০:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

আকাশ নিউজ ডেস্ক :

দক্ষিণ স্কটল্যান্ডের ক্রসওয়াল বাতিঘরে ১৩২ বছর আগের একটি কাচের বোতল পাওয়া গেছে, যার ভেতরে ছিল এক ঐতিহাসিক বার্তা। এটি স্কটল্যান্ডের কোনো বাতিঘরে প্রাপ্ত প্রথম বোতলবন্দি বার্তা বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। বিবিসি জানিয়েছে এ খবর।

নর্দান লাইটহাউজ বোর্ডের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রস রাসেল তার বিশেষ পরিদর্শনের সময় ৮ ইঞ্চি লম্বা এই বোতলটি খুঁজে পান। একটি আলমারির প্যানেল সরানোর পর এটি তার নজরে আসে, তবে এটি হাতের নাগালের বাইরে ছিল। পরবর্তীতে, একটি দড়ি ও ঝাড়ুর হাতল ব্যবহার করে তৈরি বিশেষ যন্ত্রের মাধ্যমে বোতলটি উদ্ধার করা হয়। কিন্তু বোতলটি খোলার আগে তারা বাতিঘরের রক্ষক ব্যারি মিলারের উপস্থিতির অপেক্ষা করেন।

বোতলটি আসলে একটি পুরোনো তেলের বোতল, যার মধ্যে ছিল একটি কাগজের বার্তা। বার্তাটি ১৮৯২ সালের ৪ সেপ্টেম্বর লেখা, যেখানে তিনজন প্রকৌশলীর নাম উল্লেখ রয়েছে। তারা ৩০ ফুট উচ্চতার টাওয়ারে নতুন আলোক ব্যবস্থা স্থাপন করেছিলেন।
৭৭ বছর বয়সী ব্যারি মিলার বলেন, ‘এটি সত্যিই একটি অনন্য অভিজ্ঞতা। এত বছর ধরে আমার মাথার ওপর এটি ছিল, অথচ আমি কিছুই জানতাম না।’ তিনি আরও বলেন, ‘বোতলটি খোলার পর দেখা যায়, সেখানে ১৩২ বছরের পুরোনো স্মৃতি, প্রকৌশলী এবং রক্ষণাবেক্ষণকারীদের নাম রয়েছে।’

এই আবিষ্কার প্রকৌশলীদের জন্য স্বপ্নপূরণের মতো। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ঐতিহাসিক বোতল ও বার্তাটি মূল জায়গাতেই রেখে দেওয়া হবে। পাশাপাশি তারা নিজেদের নতুন একটি বার্তা ও বোতল সেখানেই সংরক্ষণ করবেন।

অন্যদিকে, ক্রসওয়াল বাতিঘরের এক রক্ষক জন উইলসনের পরিবারের সদস্যরাও এ আবিষ্কার নিয়ে রোমাঞ্চিত। উইলসনের পরবর্তী প্রজন্মের সদস্য ইউয়ান মারে বলেন, ‘এটি পরিবারের এক ধরনের ইতিহাস, যা হঠাৎ করেই সামনে এসেছে, এবং আমি অত্যন্ত আনন্দিত।’