ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত আ.লীগ নেতারা ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন আমরা ছাত্র-জনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই : ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা সম্পূর্ণরূপে জনগণের সিদ্ধান্ত: মির্জা ফখরুল ফ্যাসিস্টদের মতো কারও কথা বলার অধিকার হরণ করা হবে না : প্রেস সচিব আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা তৈরির পরিবর্তে চাকরিপ্রার্থী তৈরি করে : ড. মুহাম্মদ ইউনূস সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-সিটি কলেজর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ রাজধানীর দয়াগঞ্জে অটোরিকশা চালকদের বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে ৩৫ আন্দোলন থেকে সরে গেলেন আহ্বায়ক শুভ গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো ৮ কর্মকর্তাকে

৬ দিন ধরে নিখোঁজ কলেজছাত্র, পরিবারের দাবি প্রেমের ফাঁদে অপহরণ

আকাশ জাতীয় ডেস্ক :

শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী দরিদ্র পরিবারের সুমন মিয়াকে ছয় দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমনের পরিবারের দাবি একটি মেয়ের ত্রিভুজ প্রেমের ফাঁদে পড়ে সুমন অপহরণের শিকার হয়েছে।

পরিবার বলছে, সুমন গত ৪ নভেম্বর রাতে শহরের কসবা বারেক পাড়া যাওয়ার পথে বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকা থেকে অপহরণের শিকার হয়। পরে এ ঘটনায় তার মা-বাবা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওই রাতে প্রথমে একটি জিডি এবং পরে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, একই কলেজের ছাত্রী ও প্রতিবেশী এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মাস ছয় আগে। ঘটনার দিনে সুমন মিয়া ও প্রেমিকা রাস্তাায় দাঁড়িয়ে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলেন। এসয় ২/৩ জন যুবক সুমনকে একটি সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। তার পর থেকেই সুমনকে আর পাওয়া যাচ্ছে না। ওই যুবকদের সাথে ওই মেয়ের প্রেম ও সুমনের প্রেম ঘটিত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। এনিয়ে ওই দিন রাতেই পরিবার শেরপুর সদর থানায় একটি ডায়েরি করেন। কিন্ত পুলিশ কোনো কুল কিনারা করতে পারেনি। আজ দুপুরে শেরপুর সদর থানায় নিয়মিত মামলা হিসেবে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে আজ দুপুরে (১০ নভেম্বর) সুমনের মা-বাবা, এলাকাবাসী ও সুমনের বেশ কয়েকজন সহপাঠীসহ শেরপুরের পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে পুলিশ সুপারের সাথে কথা বলার সময় সুমনের বাবা জ্ঞান হারিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।

শেরপুরে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, নিশ্চয়ই পুলিশ বসে নেই। বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে সংশ্লিষ্ঠ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে হারিয়ে শেষটা রাঙাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

৬ দিন ধরে নিখোঁজ কলেজছাত্র, পরিবারের দাবি প্রেমের ফাঁদে অপহরণ

আপডেট সময় ০৮:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

আকাশ জাতীয় ডেস্ক :

শেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী দরিদ্র পরিবারের সুমন মিয়াকে ছয় দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমনের পরিবারের দাবি একটি মেয়ের ত্রিভুজ প্রেমের ফাঁদে পড়ে সুমন অপহরণের শিকার হয়েছে।

পরিবার বলছে, সুমন গত ৪ নভেম্বর রাতে শহরের কসবা বারেক পাড়া যাওয়ার পথে বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকা থেকে অপহরণের শিকার হয়। পরে এ ঘটনায় তার মা-বাবা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওই রাতে প্রথমে একটি জিডি এবং পরে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, একই কলেজের ছাত্রী ও প্রতিবেশী এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মাস ছয় আগে। ঘটনার দিনে সুমন মিয়া ও প্রেমিকা রাস্তাায় দাঁড়িয়ে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলেন। এসয় ২/৩ জন যুবক সুমনকে একটি সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। তার পর থেকেই সুমনকে আর পাওয়া যাচ্ছে না। ওই যুবকদের সাথে ওই মেয়ের প্রেম ও সুমনের প্রেম ঘটিত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। এনিয়ে ওই দিন রাতেই পরিবার শেরপুর সদর থানায় একটি ডায়েরি করেন। কিন্ত পুলিশ কোনো কুল কিনারা করতে পারেনি। আজ দুপুরে শেরপুর সদর থানায় নিয়মিত মামলা হিসেবে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে আজ দুপুরে (১০ নভেম্বর) সুমনের মা-বাবা, এলাকাবাসী ও সুমনের বেশ কয়েকজন সহপাঠীসহ শেরপুরের পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে পুলিশ সুপারের সাথে কথা বলার সময় সুমনের বাবা জ্ঞান হারিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।

শেরপুরে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, নিশ্চয়ই পুলিশ বসে নেই। বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে সংশ্লিষ্ঠ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।