আকাশ জাতীয় ডেস্ক :
পরকিয়ার জেরে আপন ভাই ও নিজ স্ত্রীর হাতে খুন হয়েছেন বড়ভাই প্রবাসী উজ্জল মিয়া (৩০)। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সিঙ্গাপুর থেকে দেশে আসার মাত্র ৯দিনের মাথায় ছোট ভাই ও নিজ স্ত্রীর হাতে খুন তিনি। ঘটনার ১৮দিন পর ধলেশ্বরী নদী থেকে প্রবাসীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা মো. রোকমান মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করলে ঘটনা অনুসন্ধান করে স্ত্রী মোছা. কাঞ্চন (মনিরা), ছোট ভাই মো. ঝন্টু মিয়া এবং হত্যায় সহযোগী মাসুদকে (২২) গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন তারা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রির্ফিংয়ে পুলিশ সুপার মো. বশির আহাম্মেদ এসব তথ্য সাংবাদিকদের জানান।
পুলিশ সুপার বলেন, প্রাবসী উজ্জল বিদেশ থাকার সময় তার ছোট ভাই মো. ঝন্টুর সাথে তার স্ত্রী মনিরার সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এর মাঝে বড় ভাই দেশে ফিরে এলে সম্পর্কে বাঁধা সৃষ্টি হয়। দেশে আসার ৯ দিনের মাথায় গত মাসের ১২ তারিখ রাতে পরিকল্পিতভাবে স্ত্রী কফির মধ্যে ঘুমের ওষধ খাইয়ে অচেতন করে ওড়না পেচিয়ে ব্যবহৃত গামছা দিয়ে হাত, পা বেধে তাকে হত্যা করে। এরপর দেবর ঝন্টু, বন্ধু মাসুদ মিলে গলায় গামছা পেঁচিয়ে হত্যা নিশ্চিত করে।
লাশ গুম করার জন্য লাশের পেট চিরে ফেলা হয়।তার পর ধলেশ্বরী নদীতে বড় ড্রামের সাথে বেঁধে নদীতে ফেলে দেয়। যাতে করে লাশ ভেঁসে উঠতে না পারে।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুজন সরকার, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বয়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।