আকাশ স্পোর্টস ডেস্ক :
দীর্ঘদিন ধরে জাতীয় দলে অনিয়মিত ইমরুল কায়েস। জাতীয় দলের জন্য এখন তিনি নির্বাচকদের বিবেচনাতেও আছেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে বিপিএলে বরাবরই নিয়মিত মুখ এই ওপেনার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে কয়েকটি বিপিএল
শিরোপাও জিতেছেন। বিপিএলের নতুন আসর শুরুর আগে এই আসরে পারফর্ম করার গুরুত্ব কতটা, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ইমরুল।
শুক্রবার (১১ অক্টোবর) এক ফেসবুক পোস্টে ইমরুল নিজের বিপিএল পারফরম্যান্সের ফিরিস্তি তুলে ধরে লিখেছেন, ‘বিপিএলের ২০১৮-১৯ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আমি ভালো করতে পারিনি। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের সিরিজের পর আমাকে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়। পরবর্তীতে বিসিবির একজন কর্মকর্তার সঙ্গে যখন কথা হলো তখন বাদ দেয়ার কারণ হিসেবে তিনি জানালেন, বিপিএলে আমার পারফরম্যান্স তুলনামূলক ভালো ছিল না। যেহেতু প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি তাই আমি কোন সংকোচ ছাড়াই এমন সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম।’
কিন্তু ইমরুলের প্রশ্ন, বিপিএলে পারফর্ম না করলে যদি বাদ দেওয়া হয়, তাহলে বিপিএলে পারফর্ম করলে পুরস্কৃত কেন করা হয় না। তার ভাষায়, ‘তবে জাতীয় দলে ফিরতে আমি কঠোর পরিশ্রম করতে থাকি। ২০১৯-২০ মৌসুমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ১৩ ম্যাচে ৪৪২ রানও করেছিলাম। কিন্তু এমন পারফরম্যান্সের পরও আমাকে জাতীয় দলে ডাকা হয়নি। এমনকি জাতীয় দলের কোন ক্যাম্পেও রাখা হয়নি। তবে কি বিপিএলে পারফর্ম না করলেই বাদ? কিন্তু পারফর্ম করলে, সেটাও তো বিবেচনায় নেয়া হচ্ছে না।’
সবশেষ ইমরুল কায়েস দেশের ক্রিকেটের সার্বিক পরিস্থিতি নিয়েই প্রশ্ন রেখে বলেন, ‘আমাদের ক্রিকেটের দুর্দিন কি তবে শেষ হবে না?’