বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, ‘আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করেছি যে বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলিতে বন্যা হয়েছে ত্রিপুরার গোমতী নদীর উপর ডাম্বুর বাঁধ খোলার কারণে। হয়। কিন্তু এসব অভিযোগ বাস্তবে ভিত্তিহীন।
বাংলাদেশের কিছু সংগঠন সম্প্রতি ভয়াবহ বন্যার জন্য ভারতকে দায়ী করেছেন। বাংলাদেশেও ভারতবিরোধী প্রচারণা বেগ পেতে হচ্ছে। অভিযোগ করা হচ্ছে, ভারত ত্রিপুরার বাঁধ খুলে দিয়েছে, যার জেরে বাংলাদেশের নিম্নাঞ্চলে বিপর্যয় ঘটেছে এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিবৃতি দিয়ে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। কী বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়? বৃহস্পতিবার জারি করা এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, ‘আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করেছি যে বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলিতে বন্যা হয়েছে ত্রিপুরার গোমতী নদীর উপর ডাম্বুর বাঁধ খোলার কারণে। হয়। কিন্তু এসব অভিযোগ বাস্তবে ভিত্তিহীন। আমরা স্পষ্ট করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিনে এ বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। যার জেরে দু’ পক্ষেই সমস্যা দেখা দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ডাম্বুর বাঁধ সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি কম উচ্চতা (প্রায় ৩০ মিটার) বাঁধ যা বিদ্যুৎ উৎপন্ন করে। ২১ আগস্ট থেকে বাংলাদেশের সমগ্র ত্রিপুরা ও আশপাশের জেলায় ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। যার কারণে অনেক এলাকা পানিতে ভরে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা বাংলাদেশের সঙ্গে পরিস্থিতি প্রতিবেদনও শেয়ার করছি।