ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যৌতুক না পেয়ে স্ত্রীর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল নগরের কাশিপুর দিয়াপাড়া এলাকায় যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর ওপর স্বামীর পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতনের শিকার গৃহবধূ লিমা আক্তারকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বরিশাল নগরের বিমানবন্দর থানায় সোমবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযুক্ত স্বামীসহ দুইজনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহতের মা মমতাজ বেগম।

আহত লিমার মামা সৈয়দ রেজাউল করিম লিটু জানান, যৌতুকের টাকার জন্য গত ১৭ বছরের দাম্পত্য জীবনে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন তার মাদকাসক্ত স্বামী মো. লিটন। রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে আবারও মারধর করেন মো. লিটন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে লিমার মুখমণ্ডল কুপিয়ে জখম করেন লিটন। খবর পেয়ে এদিন রাত ২টার দিকে আহত লিমাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তারা। এ ঘটনায় লিমার মা মমতাজ বেগম বাদী হয়ে সোমবার রাতে নগরের বিমানবন্দর থানায় লিটনসহ দুইজনের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, লিমার মা একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। ভুল হওয়ায় সংশোধন করে দেওয়ার জন্য আবার অভিযোগ ফেরত নিয়েছেন। তারা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যৌতুক না পেয়ে স্ত্রীর ওপর পাশবিক নির্যাতনের অভিযোগ

আপডেট সময় ০৬:৪৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল নগরের কাশিপুর দিয়াপাড়া এলাকায় যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর ওপর স্বামীর পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতনের শিকার গৃহবধূ লিমা আক্তারকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বরিশাল নগরের বিমানবন্দর থানায় সোমবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযুক্ত স্বামীসহ দুইজনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহতের মা মমতাজ বেগম।

আহত লিমার মামা সৈয়দ রেজাউল করিম লিটু জানান, যৌতুকের টাকার জন্য গত ১৭ বছরের দাম্পত্য জীবনে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন তার মাদকাসক্ত স্বামী মো. লিটন। রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে আবারও মারধর করেন মো. লিটন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে লিমার মুখমণ্ডল কুপিয়ে জখম করেন লিটন। খবর পেয়ে এদিন রাত ২টার দিকে আহত লিমাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন তারা। এ ঘটনায় লিমার মা মমতাজ বেগম বাদী হয়ে সোমবার রাতে নগরের বিমানবন্দর থানায় লিটনসহ দুইজনের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, লিমার মা একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। ভুল হওয়ায় সংশোধন করে দেওয়ার জন্য আবার অভিযোগ ফেরত নিয়েছেন। তারা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে পুলিশ।