আকাশ স্পোর্টস ডেস্ক:
টি-টেন লিগে দল পেলেন পেসার তাসকিন আহমেদও। ডেকান গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন গতিময় এই পেসার।
আইকন খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে আগেই সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছিল বাংলা টাইগার্স। ড্রাফট থেকে টাইগার্স দলে নিয়েছে নুরুল হাসান সোহান এবং মৃত্যুঞ্জয় চৌধুরীকে।
টিম আবুধাবি নিয়েছে মোস্তাফিজুর রহমানকে আর ড্রাফট শেষে তাসকিনকে দলে নিয়েছে ডেকান গ্লাডিয়েটর্স।
ড্রাফটে নাম থাকলেও শেষপর্যন্ত দল পাননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
আবুধাবিতে টি-টেন লিগের ৬ষ্ঠ আসর শুরু হবে ২৩ নভেম্বর। এ প্রতিযোগিতার ফাইনাল হবে ৪ ডিসেম্বর।
টি-টেন লিগে গত আসরে ৬ দল অংশ নিলেও এবার যোগ হচ্ছে আরও দুটি দল। দলগুলো হলো- বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্লাডিয়েটর্স, দিল্লি বুলস, নর্দান ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি। এবার নতুন দুই দল হলো- মরিসভিলে এসএএমপি ও নিউইয়র্ক স্ট্রাইকার্স।