আকাশ স্পোর্টস ডেস্ক:
হন্ডুরাসে বিপক্ষে জোড়া গোল করে দলকে জিতিয়েছিলেন আর্জেন্টাইন কাপ্তান লিওনেল মেসি। তবে জ্যামাইকার বিপক্ষে মেসিকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বিশ্বকাপের আগের শেষ প্রীতি ম্যাচে অসুস্থ অধিনায়ককে নিয়ে তবু আশাবাদী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি একেবারের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে চান।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় জ্যামাইকার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা।
নিজস্ব সূত্রের বরাত দিয়ে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসি ফ্লু-জনিত রোগে আক্রান্ত। ম্যাচের আগে পুরোপুরি সেরে উঠলে তাকেই খেলানো হবে, নয়তো ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসকে শুরুর একাদশে রাখতে পারেন কোচ।