আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর তেজগাঁওয়ে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও তার প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে আসামিদের নাম-পরিচয় জানা যায়নি। সোমবার রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গণমাধ্যমকে এখবর নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক। তিনি জানান, তেজগাঁও থানা এলাকায় এই ঘটনাটি ঘটে। এবিষয়ে ভুক্তভোগীর পরিবার তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আজিমুল হক আরও জানান, ওই মামলার তদন্তে নেমে পুলিশ ঘটনার রহস্য উৎঘাটন ও অভিযুক্ত আসাসীদের পুলিশ গ্রেফতার করে। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে- প্রেমিকার কথায় নিজের স্ত্রীকে বিষ মেশানো পানি খাইয়ে হত্যা করেন ভুক্তভোগীর স্বামী।
এবিষয়ে মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত তেজগাঁও বিভাগের উপ-কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।