আকাশ জাতীয় ডেস্ক:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী তিশা মনিকে (১৩) ইভটিজিংয়ের প্রতিবাদ করায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বখাটে ইভটিজাররা হামলা করে মেয়েটির মামা ও নানাকে রক্তাক্ত করেছে।
বৃহস্পতিবার পহেলা সেপ্টেম্বর দুপুরে গজারিয়া থানায় গুয়াগাছিয়া ইউনিয়নের বখাটে ইভটিজার সায়েম (২২) সজিব (২১) ও সানমুনে (১৯) নাম উল্লেখ করে তাসলিমা আক্তার (৩২) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগি তাসলিমা আক্তার বলেন, আমাদের বাড়ি গুয়াগাছিয়া ইউনিয়নে আমার মেয়ে বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করে, সে বৃহস্পতিবার বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে বখাটে সন্ত্রাসীরা তার পথরোধ করে তাকে উত্যক্ত করে, কিছুটা দুর থেকে বিষয়টি আমার ভাই জাহিদ আলম (৩৫) ও আমার বাবা আলী আহম্মদ (৬৫) লক্ষ্য করে। পরে তারা সেখানে গিয়ে আমার মেয়েকে তাদের কবল থেকে উদ্ধার করে। বখাটের নাম, ঠিকনা ও পরিচয় জিজ্ঞেস করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার ভাই জাহিদ আলমের পেটে ছুরি বসিয়ে দেয় এবং আমার বাবা আলী আহাম্মদকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হাতে কোপ দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আমার বাবা ও ভাইকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে গজারিয়া থানা অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিন বলেন, ঘটনাটি জানামাত্রই ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। অভিযোগ পেয়েছি, ইভটিজিং এবং হামলা উভয় ঘটনাই দুঃখজনক। তবে এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।