আকাশ জাতীয় ডেস্ক:
চতুর্থ ধাপে রাজবাড়ীর ১৪ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন চলছে।
রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে ভোট শুরুর পর ১ ঘণ্টায় ৫০০ ভোট পড়েছে বলে জানান চরনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা রওনক চৌধুরী।
তিনি বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল ভোটারদের উপস্থিতি অনেক বেশি। ১ ঘণ্টায় ৫০০ ভোট পড়েছে বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে সরেজমিন রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা যায়।
ভোট দিতে আসা ভোটার ছমিরন বেগম বলেন, অনেক দিন পর ভোট দিতে আসলাম। অনেক মানুষ একসঙ্গে লাইনে রয়েছি। রোদে বহুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে হবে বলে জানান তিনি।