ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত আ.লীগ নেতারা ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন আমরা ছাত্র-জনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই : ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা সম্পূর্ণরূপে জনগণের সিদ্ধান্ত: মির্জা ফখরুল ফ্যাসিস্টদের মতো কারও কথা বলার অধিকার হরণ করা হবে না : প্রেস সচিব আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা তৈরির পরিবর্তে চাকরিপ্রার্থী তৈরি করে : ড. মুহাম্মদ ইউনূস সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-সিটি কলেজর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ রাজধানীর দয়াগঞ্জে অটোরিকশা চালকদের বিক্ষোভ দুধ দিয়ে গোসল করে ৩৫ আন্দোলন থেকে সরে গেলেন আহ্বায়ক শুভ গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো ৮ কর্মকর্তাকে

যুবককে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সড়কে

আকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আবদুল মালিক (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে রক্ষা করতে এসে আরও একজন আহত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁওয়ের রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে এ ঘটনা ঘটে। ওই যুবককে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।

নিহত আবদুল মালিক উত্তরভাগ গ্রামের আবদুল করিমের ছেলে। আহত ব্যক্তির নামতাজুল ইসলাম। তিনি উপজেলার চাঁদভাগ গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উত্তরভাগ লাগোয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুর বিষয় সম্পত্তি দেখাশোনা করতেন আবদুল মালিক। অ্যাডভোকেট মন্টুর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ছিল উত্তরভাগ ইউনিয়নের খাসমহলের এক ব্যক্তির। সেই বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে করছে নিহতের পরিবার।

এ বিষয়ে নিহতের চাচাতো ভাই উত্তরভাগ ইউনিয়ন পরিষদ সদস্য জুয়েল আহমদ জানান, অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুর সঙ্গে উত্তরভাগের খাসমহলের জায়গা নিয়ে ওই এলাকার এক ব্যক্তির বিরোধ দীর্ঘদিনের। তাদের কোন্দলের বলি হলো আমার চাচাতো ভাই আবদুল মালিক। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে গেছে।

তিনি আরও জানান, অ্যাডভোকেট মন্টুর সব কাজের সাহায্যকারী আবদুল মালিককে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজনগর থানার ওসি নজরুল ইসলাম জানান, একজনকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। রাতেই পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে হারিয়ে শেষটা রাঙাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

যুবককে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সড়কে

আপডেট সময় ০১:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আবদুল মালিক (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে রক্ষা করতে এসে আরও একজন আহত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁওয়ের রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে এ ঘটনা ঘটে। ওই যুবককে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।

নিহত আবদুল মালিক উত্তরভাগ গ্রামের আবদুল করিমের ছেলে। আহত ব্যক্তির নামতাজুল ইসলাম। তিনি উপজেলার চাঁদভাগ গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, উত্তরভাগ লাগোয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুর বিষয় সম্পত্তি দেখাশোনা করতেন আবদুল মালিক। অ্যাডভোকেট মন্টুর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ছিল উত্তরভাগ ইউনিয়নের খাসমহলের এক ব্যক্তির। সেই বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে করছে নিহতের পরিবার।

এ বিষয়ে নিহতের চাচাতো ভাই উত্তরভাগ ইউনিয়ন পরিষদ সদস্য জুয়েল আহমদ জানান, অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুর সঙ্গে উত্তরভাগের খাসমহলের জায়গা নিয়ে ওই এলাকার এক ব্যক্তির বিরোধ দীর্ঘদিনের। তাদের কোন্দলের বলি হলো আমার চাচাতো ভাই আবদুল মালিক। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে গেছে।

তিনি আরও জানান, অ্যাডভোকেট মন্টুর সব কাজের সাহায্যকারী আবদুল মালিককে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজনগর থানার ওসি নজরুল ইসলাম জানান, একজনকে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। রাতেই পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশের ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।