আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে গতকাল শুক্রবারের আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বার্তা সংস্থা আনাদোলুর বরাতে জানা গেছে, অপরাধী এবং তাদের পৃষ্টপোষকদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানালো জাতিসংঘ।
বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তানের সব পক্ষকে আন্তর্জাতিক নিয়মনীতি এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়ে বিদেশিদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করারও আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সাধারণ মানুষ যখন প্রাণভয়ে আফগান ত্যাগ করতে বিমানবন্দরে জড়ো হয়েছেন, তখন তাদের লক্ষ্য করে গত বৃহস্পতিবার সন্ত্রাসীরা বর্বর ওই হামলা চালায়। কাবুল বিমানবন্দরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চালানো আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ কমপক্ষে ১৭০ জন নিহত হয়েছেন।
আইএসের আফগান শাখা (আইএস-কে) এ হামলার দায় শিকার করে বিবৃতি দিয়েছে।