আকাশ জাতীয় ডেস্ক:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ঝগড়ারচর গ্রামের এক বাড়ি থেকে শুক্রবার রাতে তিন বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটি রৌমারী উপজেলায় ঝগড়ারচর গ্রামের জাহিদুল মাস্টারের ছেলে শাফি।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকালে শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকেরা তাকে না পেয়ে সন্ধ্যার দিকে মাইকিং করে। রাত ১০টার দিকে এলাকাবাসী শিশুটির বাড়ি থেকে ৩-৪ মিনিট দূরত্বে একটি পরিত্যক্ত বাড়িতে প্লাস্টিকের বস্তার ভেতর শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এবিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাসির বিল্লাহ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত খুনের ঘটনায় কাউকে সন্দেহ করা হয়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।