আকাশ জাতীয় ডেস্ক:
আয় ও ব্যয়ের হিসাব সমান রেখে রাজশাহী সিটি করপোরেশনের ২০২০-২১ অর্থবছরে ৯৯৬ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৩২৯ টাকা ৯২ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত এ বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।
শনিবার (২০ জুন) দুপুর ২টায় রাজশাহী সিটি করপোরেশনের এনেক্স ভবনে আনুষ্ঠানিকভাবে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ বাজেট ঘোষণা করেন।
এবারের বাজেটে ৯টি অগ্রাধিকার কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০১৯-২০ অর্থবছরে রাসিক ৫৪৭ কোটি ১৮ লাখ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করেছিল। পরবর্তীতে সংশোধিত এ বাজেটের আকার দাঁড়িয়েছে ৪৭৩ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার টাকা।