অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের নিংজিয়াং কাউন্টিতে বন্যাজনিত কারণে ৪৪ জন নিখোঁজ রয়েছে। তারা সকলেই মারা গেছে বলে আশংকা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় বন্যা নিরোধ সদরদপ্তর এ কথা জানায়। খবর সিনহুয়ার।
সদরদপ্তর জানায়, গত ২২ জুলাই থেকে এ কাউন্টিতে প্রবল বর্ষণ শুরু হওয়ায় বিগত ৬০ বছরের মধ্যে এ অঞ্চলে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে।
তারা জানায়, বন্যায় এ কাউন্টির প্রায় ৮ লাখ ১৫ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি কাউন্টির মোট জনসংখ্যার প্রায় ৫৬ শতাংশ।
এদিকে চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলে বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছেন এবং ১৪ জন নিখোঁজ রয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২০ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।