অাকাশ নিউজ ডেস্ক:
এবার রাজশাহীর তানোরে এক কৃষক পরিবারের রান্নাঘরে মিলেছে ১২৫টি গোখরা সাপ।
বৃহস্পতিবার সন্ধ্যায় তানোর পৌর এলাকার ভদ্রখন্ড মহল্লায় এই গোখরা সাপগুলোর সন্ধান মিলে। পরে সাপগুলোকে পিটিয়ে হত্যা করা হয়।
বাড়িটির মালিক ও পরিবারের প্রধান আক্কাছ আলী জানান, প্রতিদিনের মতো রাতের খাবার তৈরি করতে সন্ধ্যায় তার স্ত্রী হাসনা বিবি রান্না ঘরে যান। সেখানে তিনি গোখরা সাপ দেখতে পান। এসময় তার স্ত্রীর চিৎকার জুড়ে দিলে আক্কাছ আলী রান্নাঘরে যান। পরে কোদাল দিয়ে রান্নাঘরের মাটি খুঁড়ে ১২৫টি গোখরা সাপ দেখতে পান। এগুলোর বেশিরভাগই ছিল বাচ্চা।
পরে আক্কাছ আলী ও তার পাড়া প্রতিবেশীরা মিলে সাপগুলোকে পিটিয়ে হত্যা করেন বলে জানান তিনি।
আক্কাছ আলী আরও জানান, তার বাড়িটি মাটির তৈরি এবং অনেক পুরনো। তাই হয়তো সাপ বাসা বেঁধেছে। বাড়িতে আরও সাপ আছে বলেও ধারণা তার। সাপের ভয়ে তার দুই ছেলে বাড়িতে রাত্রি যাপন করতে চাইছেন না বলেও জানান তিনি।
এদিকে এত সাপ মারা পড়ায় ওই এলাকার অন্য বাড়িতেও সাপের আতংক দেখা দিয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাজশাহী নগরীর বুধপাড়ায় মাজদার আলীর শোবার ঘরে ২৭টি গোখরার সন্ধান পাওয়া যায়। পরে সেগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়।
এবার রাজশাহীর তানোরে এক কৃষক পরিবারের রান্নাঘরে মিলেছে ১২৫টি গোখরা সাপ। বৃহস্পতিবার সন্ধ্যায় তানোর পৌর এলাকার ভদ্রখন্ড মহল্লায় এই গোখরা সাপগুলোর সন্ধান মিলে। পরে সাপগুলোকে পিটিয়ে হত্যা করা হয়। বাড়িটির মালিক ও পরিবারের প্রধান আক্কাছ আলী জানান, প্রতিদিনের মতো রাতের খাবার তৈরি করতে সন্ধ্যায় তার স্ত্রী হাসনা বিবি রান্না ঘরে যান। সেখানে তিনি গোখরা সাপ দেখতে পান। এসময় তার স্ত্রীর চিৎকার জুড়ে দিলে আক্কাছ আলী রান্নাঘরে যান। পরে কোদাল দিয়ে রান্নাঘরের মাটি খুঁড়ে ১২৫টি গোখরা সাপ দেখতে পান। এগুলোর বেশিরভাগই ছিল বাচ্চা। পরে আক্কাছ আলী ও তার পাড়া প্রতিবেশীরা মিলে সাপগুলোকে পিটিয়ে হত্যা করেন বলে জানান তিনি। আক্কাছ আলী আরও জানান, তার বাড়িটি মাটির তৈরি এবং অনেক পুরনো। তাই হয়তো সাপ বাসা বেঁধেছে। বাড়িতে আরও সাপ আছে বলেও ধারণা তার। সাপের ভয়ে তার দুই ছেলে বাড়িতে রাত্রি যাপন করতে চাইছেন না বলেও জানান তিনি। এদিকে এত সাপ মারা পড়ায় ওই এলাকার অন্য বাড়িতেও সাপের আতংক দেখা দিয়েছে। এর আগে গত মঙ্গলবার রাজশাহী নগরীর বুধপাড়ায় মাজদার আলীর শোবার ঘরে ২৭টি গোখরার সন্ধান পাওয়া যায়। পরে সেগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়।