অাকাশ বিনোদন ডেস্কঃ
বলিউড জয় করার পর এরই মধ্যে হলিউডেও অভিষেক হয়েছে দীপিকা পাডুকোনের। ‘ট্রিপল এক্স-রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবিতে অভিনয় করে হলিউডে বেশ আলোড়ন তুলেছেন এ অভিনেত্রী। এরই মধ্যে এ সিরিজের পরবর্তী ছবির নায়িকা হিসেবেও তাকে নির্বাচন করা হয়েছে।
এদিকে হলিউডে অভিষেকের পর নিজের সম্মানিও বাড়িয়েছেন দীপিকা। একটি ছবির জন্য আঁকাশছোয়া সম্মানি দাবি করছেন। করবেনই বা না কেন! তিনিতো এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা। এখন বলিউডে দীপিকাকে কোন ছবিতে নেয়ার জন্য গুণতে হচ্ছে ১২ কোটি রুপি। এটা বলিউডে এখন পর্যন্ত কোন নায়িকার সর্বোচ্চ পারিশ্রমিক। এর আগে কঙ্গনা ১০ কোটি রুপি পর্যন্ত সম্মানি নিয়েছেন। তবে এবার কঙ্গনাকে টেক্কা দিয়ে গেলেন দীপিকা। জানা গেছে সঞ্জয় লীলা বানশালীর ‘পদ্মাবতী’ ছবির জন্যও দীপিকা নিয়েছেন ১২ কোটি রুপি।
এমনকি হলিউডের কোন ছবিতে কাজ করতেও এরকম পারিশ্রমিকই হাঁকাচ্ছেন তিনি। সব মিলিয়ে দীপিকার এখন ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে রয়েছেন। জনপ্রিয়তা, সফলতা, সম্মান, সম্মানি- এ সব দিক দিয়েই এগিয়ে রয়েছেন তিনি।