অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ডোকলামে ভারত ও চীন সেনা মুখোমুখি অবস্থান করছে। তারা হুমকি দিয়েছে আগামি দু’সপ্তাহের মধ্যেই অপারেশন চালাবে। দীর্ঘদিন ধরে বলার সত্ত্বেও ভারত পিছু হটছে না। গ্লোবাল টাইমস্-এ প্রকাশিত খবর অনুযায়ী, এমটি বলা হয়েছে।
রিপোর্টে আরাে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়কে সেনা প্রত্যাহার করতে বলবে চীন। তা যদি না করা হয় তাহলে চীন এমন নীতিগত সিদ্ধান্ত নিবে।
হু ঝিইয়ং নামে সাংহাই অ্যাকাডেমি অব সোশ্যাল সায়েন্সেস-এর এক রিসার্চর উদ্ধৃত করে এই রিপোর্ট প্রকাশ করেছে গ্লোবাল টাইমস। রিপোর্টে হু ঝিইয়ং জানিয়েছেন, আর বেশি দিন চীনের সীমান্তে ভারতীয় সেনার অনুপ্রবেশ সহ্য করবে না চীন।