অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মিয়ানমারে শনিবার সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে পৌঁছেছে। রবিবার স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিয়ানমার বার্তা সংস্থা এ কথা জানিয়েছে।
মন্ত্রণালয় আরো জানায়, ২১ জুলাই থেকে প্রাণঘাতী এই রোগে আক্রান্তদের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১৩৬ জনে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে রোগ প্রতিরোধকারী দলকে মাঠ পর্যায়ে যে সব অঞ্চলে সংক্রমণের সংখ্যা বেশি সেখানে কার্যক্রম বাড়াতে হয়েছে।
এই ভাইরাসে আক্রান্তরা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।