অাকাশ আইসিটি ডেস্ক:
নাসার টেলিস্কোপ হাবলের তথ্য বিশ্লেষণ করে পৃথিবী থেকে অনেক দূরে বায়ুমণ্ডল আবিষ্কার করেছেন বিজ্ঞানিরা। পৃথিবীর মতোই সে গ্রহের বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে এবং এটি অনেক উত্তপ্ত । এই বায়ুমণ্ডেলের বিভিন্ন স্তর রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
পৃথিবী থেকে ৮৮০ আলোকবর্ষ দূরে অবস্থিত গ্রহটি সম্পর্কে (নাসা) একটি গবেষণার তথ্য প্রকাশ করেছে। গবেষণাপত্রটির লেখক মার্ক মার্লে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির অ্যামেস রিসার্চ সেন্টারের গবেষক।
এ গ্রহটির বিষয়ে তিনি বলেন, ‘আমরা এখন বিভিন্ন ধরনের গ্রহের বায়ুমণ্ডলের পরিস্থিতি তুলনা করতে পারি। এটি আমাদের সৌরজগতের সঙ্গে তুলনা করাও সহজ হয়েছে।
থমাস ইভানস বলেন, গ্রহটির ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় এর বায়ুমণ্ডলের তাপমাত্রা তত বাড়ে। গ্রহটি অবশ্য এর নক্ষত্রের খুবই কাছাকাছি। মাত্র ১.৩ দিনে এটি তাকে একবার করে প্রদক্ষিণ করে। এর ওপরের অংশের সর্বোচ্চ তাপমাত্রা আড়াই হাজার ডিগ্রি সেলসিয়াস।