অাকাশ জাতীয় ডেস্ক:
একাদশ সংসদ নির্বাচনে কারিগরি সহায়তা দিতে চাহিদা নিরূপণ শেষ করেছে ইউএনডিপি। সদর দপ্তরের সম্মতি মিললে প্রয়োজনীয় সহায়তা দ্রুত পেতে পারে নির্বাচন কমিশন। বুধবার প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ডি ওয়াটকিনসের নেতৃত্বে ইউএনডিপি প্রতিনিধি দলটি।
সন্ধ্যায় বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একাদশ সংসদ নির্বাচনে সহায়তা দেওয়ার জন্যে সফররত ইউএনডিপি এসেসমেন্ট মিশন ইসি, রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ইসি মাঠ কর্মকর্তাসহ অংশীজনের সঙ্গে বৈঠক করেছে। মানিকগঞ্জ নির্বাচন অফিসও পরিদর্শন করেছে ইউএনডিপির প্রতিনিধি দলটি।
মোখলেসুর বলেন, “আমাদের তারা কারিগরি সহায়তা দিতে চায়, আমরাও নির্বাচন সামগ্রীসহ দক্ষতা বৃদ্ধিতে কিছু প্রস্তাব দিয়েছি। এ নিয়ে কয়েক দফা বৈঠক ইসির চাহিদা মূল্যায়ন করে ও প্রয়োজনীয়তা নিরূপণ করেছে প্রতিনিধি দল। সদর দপ্তরে এ বিষয়ে প্রতিবেদন দেবে তারা। আশা করি, সম্মতি পেলে কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে সাড়া পাবো আমরা।”
অতিরিক্ত সচিব জানান, এক মাস ধরে কমিশনের সঙ্গে ধারবাহিক আলোচনার পর ইউএনডিপি’র সদর দপ্তরের ‘মূল্যায়ন মিশন’ প্রতিনিধি দলটি শেষ ধাপে ‘র্যাপআপ মিটিং’ করে গেল। এ কর্মকর্তা জানান, কারিগরি সহায়তার আওতায় স্মার্ট ভোটকক্ষ তৈরিসহ ভোটের প্রয়োজনীয় সামগ্রী, স্বচ্ছ ব্যালট বাক্স, ইসি ও ভোট কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটার সচেতনতা, প্রচারণা, অমোচনীয় কালি, কলম, ব্যাগ ও স্মার্ট সিলসহ নানা ধরনের উপাদান রয়েছে।
জুলাইয়ের শেষ সপ্তাহে ঢাকায় আসে এই প্রতিনিধি দলটি। ইসি ও ইউএনডিপি’র এ বৈঠকে সফররত অন্তত ৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে আবাসিক সমন্বয়কের নেতৃত্বে গত ১১ জুন ও ২০ জুন কমিশনের সঙ্গে বৈঠক করে ইউএনডিপি। জুলাইয়ে মাঠ কর্মকর্তা ও ইসির সঙ্গে আরেক দফা বৈঠক করে তারা।